আজ বৃষ্টি ভেঁজা দিনে তার কথা মনে পড়ে
যার সাথে আর ভেঁজা হয় না
হবেনা হয়তো আর কোন দিন!
খুব বেশি কিছু না
বৃষ্টি হতেই তুমি চলে আসতে ঐ ছাঁদে
আর আমি এই ছাঁদে
মাঝ খানে হয়তো অবুঝ একটু হাসি
ঠিক হাসি নয় কি যেন
এত টুকুই
তবু কেন যেন মনে হত
আছি আমরা ঐক্যতানে
হাতে হাত রেখে তুমি আকন্ঠ ভিজছ বৃষ্টিতে
আর আমি তোমাতে।
বেশি দূর আর যাওয়া হল না আমাদের
তুমি ছিলে অন্নন্যা রায়
আর আমি রুদ্র হাসান
সংকীর্ণতার কাঁটা বিধল আমার পায়
আমি কিছুতেই আর এগুতে পারলাম না
তুমি বলতে চল পালাই
এই সমাজ সংসার ছেড়ে
দূরে কোথাও
যেখানে সাদা কাল আর নীল মেঘ
ভেসে চলে চুম্বনে
আমি বলতাম পাপ হবে
অচিরেই তোমার সিঁথিতে উঠল সিঁদুর
আর আমার পায়ের কাঁটাটা ফুটল এবার বুকে
বৃষ্টি হলেই তা টের পাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।