আধেক খালি এক কাপ চা' খালি হওয়ার অপেক্ষায়! কিন্তু যার তরে সম্ভাবনা' সে গ্যাছে বিলকুল। ভুলে যাওয়া সময়টা কোন খানে হোঁচট খেলো? বলে ফেলো! বিবেগের তাড়না' নাকি মনের যাতনা! না তেমন আবার নয় যেমন দেখা যায়। কভু সাঁঝের আঁধারে ভ্রূকুটি দেখে' জ্বল জ্বলে জোনাকের চোখ। আর অপেক্ষায় কাল ফুরাবার' স্বপন দেখে এ খোলা চোখ। শিউরে উঠা ভয়ানক ভাবে! চোখ তো রক্তে ভেঁজা!! পুরো পৃত্থী দুলে উঠে! ভারসাম্য বুক ছেঁদে বেরিয়ে যায়!! মাছির পাখি হওয়া কি শোভা পায়!¡! বেশ বকে ফেল্লাম না' ইদানিং কি হয়েছে? ভুলে যাই সব! ভুলে যাওয়ার ভয়ে তটস্ত থাকি' আব্বার ভুল করি! কিন্তু অতিত ভুল' ভুলি না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।