এক খন্ড বরফ হাতে দাঁড়িয়ে.......
আমার খোলা জানালার ফাক ফোকর দিয়ে
আকাশে মেঘেদের খেলা দেখি।
আমি যেখানে দাঁড়িয়ে থাকি
তার মাথার উপর বিশাল আলোর মিছিল
আলো আর বাতাসের বুক চিরে চিরে
আকাশে উড়ে পাখির দল মেঘের সাথে
মেঘের ফাঁকে লুকোচুরি খেলে সূর্য।
আমি যেখানে দাঁড়িয়ে থাকি
তার নীচে সাঁতার কাটে আমার স্বাধীনতা
আমার স্বাধীনতারা সাঁতার কাটে ঘাসের ফাঁকে
ঘাস ফড়িং আর বাতাসের সাথে।
নাকে উঠে আসে ঘাসের নিঃশ্বাস
বুকের ভেতর ঢুকে যায় মাটির সোদা ঘ্রাণ
আমি ভালবাসী, মাতালের মতো ভালবাসী ভেঁজা মাটি
দু'মুঠো ভরে ছিটিয়ে দেই ফসলের বীজ
মাটির টানে, মাটির ভালবাসায় অপেক্ষা করি
উঠোনের কোল জুড়ে থাকা ফসলের।
== ২৯-০৬-২০০৯ ==
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।