মানবতার গান গেঁয়ে যায়-তারুণ্যের প্রেরণায়
দেশের ১৩ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিতসহ ৭৪ লাখ শিশু অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িত রয়েছে বলে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘ কমিটির জাতীয় পরামর্শ সভায় বক্তারা এ তথ্য জানান। গতকাল এলজিউডি ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগ ও ইউনিসেফের সহায়তায় এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কমিটি শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি, সকল পীড়ন ও নির্যাতন বন্ধ করাসহ শিশু অধিকার সম্পূর্ণ বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানান।
জাতিসংঘ কমিটি এসময় ১৮ বছরের কম বয়সীদের আটক রাখা বন্ধ করা, এ জন্য প্রয়োজনীয় বিকল্প উদ্যোগ গ্রহণসহ ৫০দশমিক ৭ ভাগ শিশু প্রাথমিক শিক্ষা পুরো করতে পারে না, দেশে প্রতি ৫ জনের মধ্যে ২ জনই কম ওজনের, দেশের মোট জনসংখ্যার মাত্র ৩৬ ভাগ পয়ঃনিষ্কাশন সুবিধা পাওয়ার তথ্য উপস্থাপন করে। পরামর্শ সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী, সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মিসেস মেহের আফরোজ চুমকি, জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক কমিটির সদস্য মার্টা মরাজ, ইউনিসেফের প্রতিনিধি ব্যারল ডি রয় বক্তৃতা করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।