আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিকামি হন্টক

স্বপ্নেরা থাকুক স্বপ্নের মাঝেই
আমি একা হেটে চলি ঠিকানা আমার নিমজ্জিত পাথরে, দুরে বহুদুরে যেখানে গাছের পাতা ছুয়ে গেছে আকাশের কিনারা সেখানে বসে আছে এক নাম না জানা অচিন পাখি, তার ঠোটেই আছে এক মুঠো মুক্তির আভাস। আবার যদি কোনদিন ছুয়ে দিতে পারি ওই ঠোট, সেদিন এই নিঃশব্দ অধরে জেগে উঠবে একফোটা বিজয়ের আলো। আমি একা হেটে চলি ঠিকানা আমার অশ্রুতে নিমজ্জিত পাথরে, যেখানে বিহঙ্গ ছুয়েছে আকাশের বুক। সেখানে এক খন্ড মেঘের সাথে আছে একমুঠো সোনারোদ, মুক্তির আভাস। আবার যদি কোনদিন ছুয়ে দিতে পারি ওই কপোল, সেদিন এই নিঃশব্দ হৃদয়ে জেগে উঠবে একমুঠো ভালবাসার অনল। আমি একা হেটে চলি ঠিকানা আমার নিমজ্জিত নগরে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।