http://www.sometimeinblog.com/ থাবা বাবা চলে গেছেন যা আমাদের জন্য রেখে গেলেন
থাবা বাবার ফেসবুক স্ট্যাটাস সমগ্র -১
থাবা বাবা Thursday near Dhaka
বিশ্বজিৎ মরলো, তাকে নিয়ে, কতো ব্লগ স্ট্যাটাস লিখা হলো, কতো হাউকাউ হলো, আর তার পরে শিবিরের হামলায় কতোজন মরে গেল, কেউ টু শব্দ করলো না... আগুনে জীবন্ত লাশ হয়ে ফেরত যাওয়া লোকটার নাম পর্যন্ত কেউ জানতেও চাইলো না!
মরার ভিডিও ছিল বলে একা বিশ্বজিৎ মানুষ ছিল, বাকিরা অমানুষ? সেলুকাসের ঠিকানা এখনো পাইলাম না!
থাবা বাবা shared আল্লামা শয়তান's status. Thursday
সুশীলরা সব মাথা চুলকে 'কিন্তু কিন্তু' করছে...
বলেন দেখি পুরান ঢাকার বিশ্বজিত হত্যা কান্ডের সেই সব মহা সুশীল মানবতা বাদীরা মতিঝিলের জাফর হত্যাতে কেনও কোন মানবতা খুঁজে পান না ?
উত্তরটা সহজ জাফর রে মাথায় আঘাত কৈরা যেই সব জামাতি শিবির শূয়োর গুলায় মারছে সেইটা কি এই সব সুশীলেরা টিভিতে নিউজে লাইভ দেখেছেন ?? নাকি যারা মারছে তারা ছাত্রলীগ ??
সেলুকাস !!! কি মারাত্মক চোদনামারকা সুশিল মানবতাবাদিতে আমাদের চারদিক ভরে আছে ।
ধিক ধিক শত ধিক
থাবা বাবা January 31
একজন মানুষ কি করে একটা জাতির ভবিষ্যত নির্ধারন করে দিতে পারে, বাংলাদেশের ইতিহাস তার সাক্ষী!
গোলাম আজম বা নিজামী নয়, বাংলার সবচে বড় রাজাকার সেই একক ভাবে ইতিহাস বদলে দেয়া লোকটা!
থাবা বাবা shared Pappu Dutta's status. January 31
এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার এই তো সময়...
অনলাইনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের বলে দাবি করেন আমাদের চেনা-অচেনা অনেকেই আছেন যাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গে আফসোসের সুরে বলতে দেখেছি, "ইশ ! একাত্তরে যদি আমার জন্ম হতো তাহলে আমিও অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তাম, পাকিস্তানী নরপশুগুলোকে উচিত সাজা দিতাম...... তাদের দোসর রাজাকার-আলবদরগুলোকে কিছুতেই ক্ষমা করতাম না......ইত্যাদি "
বন্ধুগণ, '৭১-এর সময় অতিক্রান্ত হয়ে গেলেও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে মাত্র, যুদ্ধ শেষ হয়নি । এখনকার লড়াই আরও ভয়াবহ, টেকনিক্যাল......কখনও পেশীশক্তির, কখনও বুদ্ধিবৃত্তিক, বিবেকের । আমাদের স্বাধীনতার যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার কথা পড়ে-জেনে-বুঝে যারা সত্যিকার অর্থে অনুভব করেন বিষয়টি তাদের সুযোগ এসেছে মাতৃ-ঋণের দায় মেটানোর । কিছু বিশ্বাসঘাতকের কৃপায় '৭১-এর পরাজিত শক্তি স্বাধীন বাংলাদেশে শিকড় গড়েছে আজ বহুবছর ।
অবৈধ উপায়ে ক্ষমতা দখলকৃত সামরিক কুলাঙ্গারদের পৃষ্ঠপোষকতায় পাকিস্তানী দালাল ওই রাজাকারেরা বাংলাদেশে পুনর্বাসিত ও লালিত হয়েছে বছরের পর বছর ধরে । বাকিটা আমরা এদেশের জনগণ জেগে ঘুমিয়ে থাকার ভান করে কাটিয়েছি । আমাদের 'আম্মা' জানারা ইমাম, শহীদ রুমীর মা এই ঘাতক-দালালদের বিচারে জনমত সৃষ্টি করতে যেয়ে বিএনপি কতৃক নিগৃহীত ও রাস্ট্রদ্রোহীতার অপবাদ মাথায় নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে গেছেন । তিনি নিজে শেষ করে যেতে পারেননি, পরবর্তী প্রজন্মের হাতে সেই দায়িত্ব অর্পণ করেছেন ।
আমাদের দেশের যে পরিবারগুলোর সদস্য এই পাকি দালাল রাজাকারদের হাতে বা সহায়তায় শহীদ হয়েছেন, যাদের মেয়েরা আর্মি ক্যাম্পে দিনের পর দিন লাঞ্ছিত-ধর্ষিত হয়েছে, বাড়ি থেকে যাদের ধরে নিয়ে চিরতরে নিখোঁজ করে ফেলা হয়েছে, বাস্তচ্যুত যে পরিবারগুলো সেই পরিবারগুলো আর ফিরে আসেনি তাঁরা কি কোনদিন এইসব হত্যাকারী আর তাদের দোসরদের ক্ষমা করেছে ? মনে আফসোসের কিছু নাই, উপযুক্ত সময় এসেছে জবাব দেয়ার......... পূর্বপুরুষের রক্তের ঋণ কিছুটা হলেও শোধের......... যে যেভাবে পারেন, হাতে-মুখে-কলমে-পেশীতে...... আল-বদর-আল শামস্----এর উত্তরসূরী নব্য রাজাকার জামায়াত-শিবিরদের প্রতিহত করেন ।
'৭১-এর পরাজিত শক্তিকে পায়ের তলায় থাকতে হবে এটাই নিয়তি - বিয়াল্লিশ বছর আগেই যা স্বয়ং সৃষ্টিকর্তার হাতে নির্ধারিত হয়ে গেছে । জয় বাংলা
থাবা বাবা January 30
মানুষে পুন্দোলন করে, গুন্দোলন করে, মিস্কুল মিস্কুল খেলে... কিন্তু গেলমানীয় হরতালের বিরুদ্ধে গেন্দোলন কেউ করলো না! হেরা এখন বামদোলনে ব্যাস্ত, হেরা মনে হয় হরতালের নৈতিক সমর্থন করে! কারন, সাইদীর বিচার হইছে ভাল, কিন্তু...
যারা জামাতি হরতাল সমর্থন করে, তারা নিশ্চিত ৭১ এর হত্যা ও ধর্ষন সমর্থন করে , অতঃপর তারাও ছাগেল্মান!
থাবা বাবা shared Laito Ahriman's status. January 30
ইন্ডিয়াতে কেউ ক্ষিয়র গানের পেরতিবাদ করে নাই... তাই আমাগো পেরতিবাদানুভূতিও উত্থিত হয় নাই!
অনুবুতি ফুরাই গেছিলো বইলা কয়দিন আগে অনুবুতি মালালা থেইকা ধার নেওয়া লাগছিল, সেইটা দিয়া কয়দিন যাওয়ার পর অনুবুতি আবার ধার করলাম দিল্লি থেইকা, সেইটাও গেলু ফুরাইয়া তয় একন আর ফুরাই যাওয়ার ভয় নাই
কারন এবার আপনাগো অনুবুতি ফুরাই গেলে রিচারজের বেবস্থা আছে, যখনি অনুবুতি শেষ তকনি শুনবেন "ক্ষ" ব্যান্ডের গান, বেস অনুবুতির লগে ফ্রিতে দেশপ্রেমও পাইবেন।
থাবা বাবা January 30
দেশপ্রেমিক বাম হইলে আর মুক্তিযোদ্ধা বিম্পি হইলে অবশ্য পরিত্যাজ্য!
থাবা বাবা January 30
শেকাচিনা কয়টা বাচ্চা পোলাপানরে মুন্ত্রী বানাইছে... কতা হইলো হেরা কমপ্লান আর হররলিক্স খায়া লম্বায় বড় হইছে ঠিকই, কিন্তু ঘিলুটা আটকায় আছে ঐ হাঁটুর কাছে! টাইনা লম্বা করলেই তো আর বড় হয় না!
থাবা বাবা January 30
আমি জামাত ও শিবিরকে আন্তরিক ধন্যবাদ জানাই... আমাদের ৭১ না দেখা প্রজন্ম যারা কোনভাবেই জামাত শিবিরকে খারাপ ভাবতে রাজী না, তাদের সামনে নিজেদের সেই নৃশংস চেহারা দেখিয়ে দিল তারা! তারা মানুষকে তাদের আসল চেহারা দেখাচ্ছে যে তারা কতোটা ভয়ঙ্কর!
মুখোশ খোলার জন্য ধন্যবাদ!
থাবা বাবা January 29
ভদকা রাশিয়ান ডিরিঙ্ক... চিনাবাদামেরা তাহা সেবন করে কেন? চীনেদের কি কিছু নাই?
থাবা বাবা January 29 via Twitter
দাদু নাকি চিনেম্যান মা,
নাম নাকি চ্যাং ফু?
থাবা বাবা January 29
এখনকার বৈরাগীরা দেখি ভাতেরে রাইস কয়! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।