আমাদের কথা খুঁজে নিন

   

ফাইট - ফট - ফটাস...

ক খ গ ঘ...

স্মৃতিচারন করতে বসলাম, ২টা মজার ঘটনা নিয়ে। ১. প্রেসেনর-পাস্ট -পাস্ট পারফেক্ট নিয়ে স্যার পড়া ধরছে ক্লাসে। সেভেন কি সিক্স হবে তখন। একের পর এক জিগ্গাসা করতে করতে একজন কে ফাইট এর টা বলতে বলা হল--- ওর উত্তর স্যার ফাইট- ফট - ফটাস পুরা ক্লাসে হাসির রোল... সাথে সাথে বলে কি - না স্যার , আমি ইয়ার্কি করলাম...!!! ২. সপ্তাহে একদিন ছিল 'কোকো' ক্লাস- মানে স্যার থাকবে বাট কোনো পড়াশোনা হবে না। প্রায়দিন স্যার ক্লাসের তিনটা কলামের বেন্চের ছাত্রদের দিয়ে তিনটা গ্রুপ বানিয়ে কুইজ কম্পিটিশন করাতো। একদিন একটা প্রশ্ন উঠল- হোমিওপ্যাথির আবিস্করাক কে??? যেই গ্রুপে প্রশ্নটা করা হয়েছে তারা জবাব দিতে দেরি করছিল, তাই পাশের গ্রুপ এর একজন ফিসফিস করে বলেই ফেলল মুখ ফসকে - হ্যানিম্যান। ওটা আবার উত্তর যে গ্রুপ দিবে তাদের একজন শুনে ফেলেছে- তড়িৎকর্মা ছেলে - উত্তর দিয়ে উঠল- এনিম্যাল স্যার!!! --------------------------------------- কুস্টিয়া জিলা স্কুলের সেই দিনগুলা মিস করছি। -------------------------------------- আম্মু অসুস্থ, হাসপাতালে ভর্তি, সাময়িক ভাবে সমস্যা কমেছে, কিন্তু ডাক্তার বলেছে মেরুদন্ডে-র যে সমস্যা সেটা আর কোনদিনও ভাল হবে না, আর এমন সমস্যা একটু অসাবধানতায় প্রায়ই হতে পারে...। একটু দোয়া করবেন আম্মুর জন্য। ________________________________________ শিবলী ২৮-১০-২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.