আমাদের কথা খুঁজে নিন

   

ফাইট সাইন্সঃ ক্ষমতার শীর্ষে মানুষ



পিচ্চি থাকতে ব্রুস লীর এক দুইটা ছবি দেখে কুংফু কারাটে শেখার শখ হয়নি এমন খুব কম মানুষই আছে। তবে ক্যামেরার কারুকাজ আর আজকালকার কম্পিউটার গ্রাফিক্স যাই হোক না কেন, যারা নিয়মিত শরীরচর্চা করেন তারা অবশ্যই সধারণ মানুষের চেয়ে শারীরিকভাবে অনেক বেশী সমর্থ আর শক্তিশালী হন। আর যতই স্টান্টম্যান, কারিগরী আর ক্যামেরার ফাঁকিঝুকি থাকুক না কেন, জ্যাকি চ্যান, জেট লী বা স্টিভেন সীগাল প্রত্যেকেই অত্যান্ত উঁচু মানের মার্শাল আর্টিস্ট। কয়েক মাস আগে একটা প্রতিবেদন এসেছিল ন্যাশনাল জিওগ্রাফিকের একটা প্রতিবেদনের কথা খবরে এসেছিল। মানসম্মত অনুষ্ঠানের জন্য খ্যাত এই প্রতিষ্ঠানটি মানুষের শারিরীক শক্তির সীমা পরীক্ষার জন্য একটি আয়োজন করেছিল।

তার জন্য প্রায় দুই লাখ ডলার খরচ করে অত্যাধুনিক একটি ল্যাবরেটরি তৈরি করে মানুষের প্রতিটি নড়াচড়া নজর রাখার জন্য, অসংখ্য ক্যামেরা আর সেন্সর দিয়ে ভরে ফেলা হয় টেস্ট এলাকা গুলোকে। তারপর আমন্ত্রণ জানানো হয় বিভিন্ন ঘরনার সেরা মার্শাল আর্টিস্টদের। আর তাদের নিয়ে করা হয় চুড়ান্ত সব পরীক্ষা। আর তাতে বের হয়ে আসে অসাধারণ সব ফলাফল। আমি নিজেও দেখে হাঁ হয়ে যাবার অবস্থা।

এক দুইটা পিচ্চি তথ্য এক আঘাতে অজ্ঞান করা বা নকআউট করা একমাত্র বক্সারদের পক্ষেই সম্ভব সবচেয়ে ক্ষমতাশালী অস্ত্র হল জাপানী সামুরাইদের তলোয়ার নিনজাদের কিংবাদন্তীর মত ক্ষমতার মূলসূত্র হল তাদের অসাধারণ ব্যালেন্স জুডোর গুরুরা মানুষের হাড়ের সংযুক্তিতে আটকে মানুষকে অসহায় করে ফেলেন আর শুধু শরীর ব্যাবহার করে কতটুকু আঘাত করা যায় সেটার জন্য দুই ভাইয়ে কীর্তি দেখলেই বোঝা যায়। এটুকু শুনে কি বুঝলেন? তেমন কিছু নাঃ) তাই ইউটিউবে এক কপি আছে, জলদি দেখে নেন। পরের বার নাও থাকতে পারে। Part 1: http://www.youtube.com/watch?v=WAF9J-RmXuc Part 2: http://www.youtube.com/watch?v=6W0LJK4wmdg Part 3: http://www.youtube.com/watch?v=HXto_JyVOHE Part 4: http://www.youtube.com/watch?v=dJc6Ge66p8k Part 5: http://www.youtube.com/watch?v=x64YZnIeOiw Part 6: http://www.youtube.com/watch?v=VeIyhdx2heo Part 7: http://www.youtube.com/watch?v=5DY_hi0HnkA Part 8: http://www.youtube.com/watch?v=gk0bws-KaDE Part 9: http://www.youtube.com/watch?v=-H4mEQtM2Ck Part 10: http://www.youtube.com/watch?v=xuNTyXlyKSc

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.