বল বীর! চির উন্নত মম শির!
আমাদের সবার প্রিয় ব্লগার মনসুর বাই একটা অনন্য রেকর্ড করেছেন। উনি এক মাসেই পোস্টের সেন্চুরী করে ফেলেছেন। একটু দেরীতে হলেও অভিনন্দন মনসুর ভাইকে। উনি মূলত একজন কবি। দারুন সব কবিতা লিখে যাচ্ছেন নীরবে।
আগেকার দিন হইলে একটা মানপত্র রচনা কইরা ফেলাইতাম ..
হে গুনী
তোমার কবিতা আমরা শুনি
--এই ধরনের । কিন্তু যুগ পাল্টেছে। সেই রামও নাই সেই মানপত্রও নাই।
যাকগে আমার একটা প্রশ্ন হইতেছে... এই রকম সেন্ছুরী ব্লগ ইতিহাসে আর দেখা গেছে কিনা? নাকি ইহা এক অমর কীর্তি?
মনসুর ভাই তার প্রোফাইলে লিখেছেন
" ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে.. "
মনসুর ভাই ক্লান্ত আর তাতেই এই কীর্তি । কাজেই ইহা যদি রেকর্ড না হয় সমস্যা নাই , মনসুর ভাই তার ক্লান্তি ঝেড়ে ফেলে মাঠে নেমে যাবেন , রেকর্ড হবেই হবে।
মনসুর ভাইকে দেখা যাইতেছে ব্লগে একটু বাতচিত করতে মন চায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।