যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।
ইএফএলবিডি সম্মাননা- একটি ঘোষণা (চার)
ইএফএলবিডি সৃজনশীল লেখক বাছাইয়ের কাজ এগিয়ে চলছে। ইএফএলবিডি মূল্যায়ন প্যানেল নিরপেক্ষভাবে সৃজনশীল লেখক বাছাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আমরা ১ নভেম্বর থেকে ইএফএলবিডি মূল্যায়ন প্যানেলে কমপক্ষে ৫ জন সদস্য অন্তর্ভুক্ত করতে যাচ্ছি যাতে মূল্যায়নের কাজটি দ্রুততর হয়।
ইএফএলবিডির পরিচালনা পর্ষদের ১০ম সভায় এই পাঁচজন সদস্যের জন্য ০৫ (পাঁচ) টি ল্যাপটপ ক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।
তথ্যপ্রযুক্তিকে গণমানুষের কাছে পৌঁছে দিতে হলে চাই এর সস্তা মূল্য। আজকাল দামি মোবাইল সেটের মূল্যেও সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাওয়া যায়। একটি টেলিভিশনের মূল্যেও ল্যাপটপ পাওয়া যেতে পারে। কিন্তু তথ্যপ্রযুক্তিকে কঠিন করে চিন্তা করার কারণে আমরা প্রযুক্তির উপকরণগুলোকে সহজলভ্য করছি না।
১০ টাকা লাভ রেখে ১০০০ জন মানুষকে সুবিধা দিলে লাভ হবে ১০ হাজার টাকা। আবার ১০০০ টাকা লাভ রেখে ১০ জন মানুষকে সুবিধা দিলে লাভ হবে ১০ হাজার টাকা।
বেশি লাভ করে কম মানুষকে পণ্য বা সেবা প্রদানের পুঁজিবাদী ধ্যান-ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
ইএফএলবিডি প্রাথমিক অবস্থায় উন্নত কন্ডিশনের জাপানী ব্র্যান্ডের ৫টি ল্যাপটপ/নেট বুক/নোট বুক ক্রয় করতে ইচ্ছুক। ব্লগে অনেক বন্ধু আছেন যাঁদের তথ্যপ্রযুক্তির ব্যাপক ধারণা আছে।
অনেকে বিদেশ থেকে ল্যাপটপ আমদানি করেন-ব্যবসায়ের অংশ হিসেবে। তথ্যপ্রযুক্তির এই বাহন ল্যাপটপকে আমরা জনপ্রিয় করে তুলতে চাই শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক সবার কাছে। একটি ল্যাপটপই হতে পারে একজন শিক্ষার্থীর কাছে একটি ভার্চুয়াল স্কুল। এর জন্য প্রয়োজন এর সস্তা প্রাপ্তি।
তাই ইএফএলবিডির উপরোক্ত ধারণার সাথে আপনি একাত্ম হলে এই প্রচেষ্টার সাথে আপনি/আপনারা/আপনাদের পরিচিত যে কোন প্রযুক্তি ব্যবসায়ী কমপক্ষে ৫টি ল্যাপটপের মূল্য, ব্র্যান্ড, ব্যাটারী ব্যাকআপ, মূল্য পরিশোধের শর্ত এবং সময় উল্লেখপূর্বক কোটেশন পাঠান- এই অ্যাড্রেসে।
অথবা পরিচিত কোন প্রযুক্তি ব্যবসায়ী থাকলে তাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিন। ইএফএলবিডি লিঃ এর পক্ষ থেকেই যোগাযোগ করা হবে।
বিঃদ্রঃ মূল্যের উপর ভিত্তি করে ইএফএলবিডির ল্যাপটপ ক্রয়ের সংখ্যা বাড়তে পারে।
ধন্যবাদান্তে
চীফ কনসালট্যান্ট
ইএফএলবিডি লিঃ
http://www.eflbd.org
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।