আমাদের কথা খুঁজে নিন

   

‘জনতা টাওয়ার হবে তথ্যপ্রযুক্তির স্তম্ভ’

মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারস্থ জনতা টাওয়ারে সফটওয়্যার টেকনোলজি পার্ক পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে মন্ত্রী ভবনে সৌরবিদ্যুতের যথাযথ ব্যবহার, পরিচ্ছন্নতা ও নিরাপত্তাবিষয়ে কয়েকটি তাৎক্ষণিক সিদ্ধান্ত দেন। এ পার্ক স্থাপন সংক্রান্ত আদালতের স্থিতাবস্থা কাটিয়ে উঠতে সরকার যযাযথ পদক্ষেপ গ্রহণ করেছে বলে তিনি অবহিত করেন।




“আদালতের আদেশ যেমন মানতে হবে, তেমনি যতদিন স্থিতাবস্থা থাকছে ততদিন তা মেনেই যে বিষয়গুলোর উন্নতি করা যায়, তাও করতে হবে”-- বলেন মন্ত্রী।
তথ্য-প্রযুক্তির বিপ্লবের এ যুগে দেশের ভাবমূর্তি নির্মাণ, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে সফটওয়্যার টেকনোলজি পার্কের বিকল্প নেই। এ জন্য জনতা টাওয়ারের পাশাপাশি গাজীপুরের কালিয়াকৈর, যশোর, রাজশাহীসহ দেশের বিভাগীয় ও বিভিন্ন জেলা শহরে সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের কাজ চলছে বলে মন্ত্রী জানান।



মন্ত্রী পার্কে কার্যক্রমরত মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লি, ই-সফটএরিনা ইন্টারন্যাশনাল লি. ও স্কয়ার ইনফরমেটিকস লি. এর কার্যক্রম প্রত্যক্ষ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, হাই-টেক পার্কের এমপি হোসনে আরা বেগম, বেসিসের সভাপতি শামীম আহসান, বেসিসের সহ-সভাপতি সৈয়দ আলতামাস কবির এবং তথ্যপ্রযুক্তি সাংবাদিকগণ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।