আমাদের কথা খুঁজে নিন

   

ট্রাফিক আইন মেনে চলুন

যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে। আর যখনই তার ধারণা জন্মে যে, সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে। - সক্রেটিস

ট্রাফিক আইন মেনে চলুন। কথাটা যেমন যানবাহন চালকদের জন্যে অবশ্য পালনীয়, তেমনি ট্রাফিক পুলিশদের জন্যেও পালনীয়। ছোট বেলায় আমরা শিখেছি, লাল বাতি জ্বললে যানবাহন থেমে যাবে, হলুদ বাতি জ্বললে প্রস্তুত হতে হবে এবং সবুজ বাতি জ্বললে এগিয়ে যেতে হবে।

কিন্তু ইদানিং সমগ্র ঢাকা শহরে (সেনানিবাস বাদে) কেবলমাত্র গুলশান ১ এবং ২ নাম্বার সিগন্যালে অটো সিগন্যাল মানা হয়। বাকী জায়গাগুলোতে ট্রাফিক পুলিশদের হাতই ভরসা। এমন নয় যে ঐসব এলাকয় অটো সিগন্যাল নেই অথবা অটো সিগন্যাল অচল। বরঞ্চ নিরবিচ্ছিন্ন ভাবে লাল, হলুদ এবং সবুজ বাতিগুলো জ্বলেই যাচ্ছে। আর মাশাল্লাহ, ট্রাফিক পুলিশদের দক্ষতার প্রশংসা না করলেই নয়।

উনাদের ধারনা, যেদিকে যানবাহন বেশী সেইদিক বেশিক্ষন খোলা রাখলেই যানজট কমে যাবে। এর ফলে বাকী তিন দিকে এতক্ষনে ফাঁকা জায়গা পরিপূর্ন হয়ে যায় নতুন আসা যানবহনে। এই প্রক্রিয়ায় আস্তে আস্তে জমতে থাকে অসহনীয় যানজট। গুলশানে যদি অটো সিগন্যাল মেনে ট্রাফিক কন্ট্রোল করা যায় তাহলে বাকী ঢাকায় অসুবিধা কোথায় ? অটো সিগন্যাল মানলে যানজট হয়তো ম্যাজিকের মতো উবে যাবে না কিন্তু একটা সহনীয় পর্যায়ে চলে আসবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।