আমাদের কথা খুঁজে নিন

   

মাওবাদীদের বিরুদ্ধে অভিযান সম্পর্কে অরুন্ধতী রায়



বুকার পুরস্কার পাওয়া বিখ্যাত ভারতীয় কথাসাহিত্যিক অরুন্ধতী রায় অভিযোগ করেছেন, অর্থনৈতিক স্বার্থদ্বন্দ্বের কারণেই ভারতের বিভিন্ন প্রদেশে মাওবাদীদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছে। তিনি এই অর্থনৈতিক স্বার্থদ্বন্দ্বের জন্য ভারত সরকারকে দায়ী করে বলেন, খনিজ সম্পদে সমৃদ্ধ রাজ্যগুলোতেই মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছে। মাওবাদীদের দমনের নামে এই রাজ্যগুলোতে যে নিরাপত্তা অভিযান চলছে, তার পেছনে আছে খনিজ সম্পদে সমৃদ্ধ রাজ্যগুলো সামরিকীকরণের হীন উদ্দেশ্য। এই রাজ্যগুলোতে 'যুদ্ধ' সরকারেরই সৃষ্টি। তিনি আরও বলেন, যেকোনো যুদ্ধে প্রয়োজন একটি শত্রুপক্ষ।

সরকার মাওবাদীদের শত্রুপক্ষ বানিয়ে অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই 'যুদ্ধ যুদ্ধ খেলা'য় মেতে উঠেছে। ভারতের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে অরুন্ধতী এসব কথা বলেন। মাওবাদীদের সঙ্গে সরকারের আলোচনার ব্যাপারে অরুন্ধতী রায় বলেন, 'সরকারের উচিত মাওবাদীদের সঙ্গে শর্তহীন আলোচনার আয়োজন করা। ' তিনি বলেন, মাওবাদীরা একদিনে তৈরি হয়নি। কেউ যখন প্রশাসনের মদদে চূড়ান্ত নির্যাতনের শিকার হন, সামাজিক নিপীড়নে তাঁর পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন তাঁর হাতে অস্ত্র তুলে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না।

মাওবাদীরা তো এভাবেই সৃষ্টি হয়েছে। সূত্র:প্রথম আলো

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.