আসসালামুয়ালাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে সকলেই ভাল আছেন। পড়াশুনার অনেক বাস্ততার মাঝেও আমার ২য় টিউন করতে বসলাম। ১ম টি ছিল ফ্রি ইন্টারনেট নিয়ে। আপনারা এখানে গেলে এ সম্পর্কে জানতে পারবেন যা আজই প্রকাশিত।
এখন মুল কথায় আসি।
আমরা ইংরেজি বা ইংরেজি গ্রামার পড়তে গেলে একই শব্দের বিভিন্ন ব্যবহার দেখতে পাই।
তাই এখন আপনাদের এ সম্পর্কিত কিছু ইংরেজি জানাব যা আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। এটা আমার শিক্ষা বিষয়ক প্রথম টিউন। এ সম্পর্কিত ফেসবুকে আমার একটি পেজ আছে।
একটু ঘুরে আসতে পারেন। এবার মুল কথাই আসি---
Inform>>>কাউকে কোনও জিনিস জানানো। (st:Inform+কাকে+of+কি)
Know>>>কোন কিছু জানা ।
Listen to===মনোযোগ সহকারে শোনা । ***************Hear===কোন কিছু শোনা ।
Cut>>>কোন কিছু কেটে দেওয়া । **************Pen through>>>লেখা কেটে দেওয়া ।
Sink===অচেতন পদার্থ ডুবলে । **************Drown===চেতন পদার্থ ডুবলে ।
Expect>>>আশা করা ।
******Hope>>>শুভ কোন কিছু প্রত্যাশা Apprehend>>>অশুভ কোন কিছু প্রত্যাশা করা ।
Deny===কোন ঘটনা বা সত্যতা অস্বীকার করা । ****Refuse===কোন কাজ করতে অস্বীকার করা ।
Addict>>>খারাপ কাজের প্রতি আসক্ত । *******Devote>>>ভাল কাজের প্রতি আসক্ত ।
hot===কষ্ট দায়ক গরম । **************Warm===উষ্ণ বা আরামদায়ক গরম ।
Future>>>ভবিষ্যৎ । **************Prospect>>>ভবিষ্যৎ সম্ভাবনা ।
True===সত্য ।
*********************Fact===সত্য ঘটনা ।
Money>>>অনির্দিষ্ট সংখ্যাবাচক শব্দের পরে বসে । *****Taka>>>নির্দিষ্ট সংখ্যাবাচক শব্দের পরে বসে।
Theatre ===নাট্যশালা । ***************Play===নাটক ।
Discover>>>আবিস্কার করা যার অস্তিত্ব পূর্বেই ছিল ।
Invent>>>আবিস্কার করা যার অস্তিত্ব পূর্বে ছিল না ।
Wind===বাতাস যার গতি আছে। ****Air===বাতাস যা পৃথিবী কে ঢেকে রাখে এবং যা দিয়ে নিঃশ্বাস চলে ।
Heart>>>হৃদয় ।
*********************Memory>>>সৃতি ।
Witness===সাক্ষী । **************Evidence===সাক্ষ্য ।
Place>>>স্থান । ex: there is no place in the bench.(inc)
Room >>>বসার জায়গা there is no room in the bench.(co)
Climate===জলবায়ু ।
*************Weather===আবহাওয়া ।
***** plural countable noun এর পূর্বে হলে*****
A number of>>> plural countable noun এর পূর্বে ।
A small number of>>> কম বা অল্প বুঝালে ।
A large number of>>> বেশি বা অনেক বুঝালে ।
Consist of ===গঠিত হওয়া ।
*************Consist in=== নিহিত থাকা ।
Good Evening>>>সাক্ষাতের সময় । *************Good night >>>বিদায়ী সম্ভাষণ ।
Hung===কোন কিছু ঝুলানো । *************Hanged=== ফাসিতে ঝুলানো ।
Much >>>পরিমান বুঝালে । *************Manyসংখ্যা>>> বুঝালে ।
Each other ===দুই জনের মধ্যে বুঝালে । *****One another===দুই জনের অধিক হলে ।
1st,2nd,3rd person (123)>>>বাক্যটি না বোধক অনুভূতি প্রকাশ করলে ।
1st,2nd,3rd person (231)>>>বাক্যটি হাঁ বোধক অনুভূতি প্রকাশ করলে ।
Fewer===সংখ্যা বুঝালে । ***********Less===পরিমাণ বুঝালে ।
Throw >>>solidপদার্থ নিক্ষেপের ক্ষেত্রে । ******Spilt >>>তরল পদার্থ নিক্ষেপের ক্ষেত্রে।
আমরা অনেক সময় একই শব্দের অনেক ব্যবহার দেখি। নিম্নে তাই লিখলাম-
>>>>বলা,দেখা,দেওয়া,করা অর্থে ঃ
১। কিছু বলা >>>>say.
২। কাউকে বলা>>>tell.
৩। কারো সঙ্গে কথা বলা>>talk to.
৪।
(সত্য) বলা >>>>speak.
৫। কোন ভাষায় কথা বলা>>>speak.
৬। ঘড়ি দেখা>>>>read.
৭। ভাগ্য গননার জন্য হাত অর্থাৎ হাতের তালু (palm) দেখা>>>>read.
৮। রোগীর নাড়ি দেখা>>>>pulse.
৯।
পরীক্ষার খাতা/ উত্তরপত্র (script)দেখা>>>>look over.
১০. ডিকশনারিতে শব্দ দেখা>>>>look up.
১১। সপ্ন দেখা>>>>have a dream.
১২। পরীক্ষা দেওয়া>>>>take/appear at/sit for.
১৩। বক্তৃতা দেওয়া>>>>deliver.
১৪। বিদায় (good-bye/farewell) জানানো/ দেওয়া>>>bid
১৫।
দোষ/ অপরাধ/পাপ (fault/crime/sin) করা>>>commit.
১৬। ভুল ( mistake/error/blunder) করা>>>>make.
১৭। খেলায় গোল বা পয়েন্ট করা>>>>score.
১৮। কাউকে বোকা, মিথ্যাবাদী বা কোন নাম/ উপাধিতে )ডাকা বা বলা>>>call.
১৯। মিথ্যা বলা>>>>>>>tell.
>>>>Time ( সময় এর ক্ষেত্রে) কিছু জটিল ইংরেজি শব্দ রয়েছে যেমন---
১।
আজ >>>>Today.
২। আজ রাত্রি>>>Tonight
৩। কিন্তু আজ +অন্য সময়>>>This + অন্য সময় (this morning)।
৪। গতকাল>>>>Yesterday.
৫।
কিন্তু গত + অন্য সময়>>>last + অন্য সময় ( last evening)।
৬। আগামিকাল>>>>Tomorrow
৭। কিন্তু আগামি + অন্য সময় >>>next+অন্য সময়( next morning)।
৮।
O'clock>>>>পূর্ণ ঘন্টা বুঝালে সংখার পরে বসে।
কিন্তু পূর্ণ ঘন্টা না বুঝালে O'clock বসেনা।
>>>> আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস ঃ
১। until সবসময় Negative । তাই until এর পর Negative বসেনা।
২। কোন বাক্যতে Double Interrogative ব্যবহার করা হয় না।
৩। Adjective এর পর Infinitive (To+verb) থাকলে ,তা সব সময় active voice এ থাকে। যদি ও এরুপ ক্ষেত্রে passive voice এর অর্থ প্রকাশ পায়।
৪। ইংরেজিতে কখনো Double Comparative বা Double Superlative ব্যবহার করা হয়না ।
৫। একই ব্যাক্তি বা বস্তুর বিভিন্ন গুণের তুলনা করতে প্রথম গুণটির পূর্বে সর্বদা moreবসে কখন ও er যুক্ত হয়না।
৬।
Positive Degree এর adjective এর পূর্বে very এবং comparative degree এর পূর্বে much বসে.
আজ এই পর্যন্ত। আপনাকে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
১। আমার ফেসবুক পেজ ২।
আমার টুইটার পেজ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।