আমাদের কথা খুঁজে নিন

   

ইংরেজিতে ব্যবহৃত বড় বড় শব্দ গুলো

পৃথিবীর প্রতিটা ভাষার ব্যাকরনেই রয়েছে অদ্ভুত এবং মজার কিছু জিনিস। আসুন জেনে নেই ইংলিশ ভাষায় ব্যবহৃত হয়েছে এমন কিছু অদ্ভুত শব্দ। সময় নষ্ট না করে শুরু করছিঃ ১. Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis মোট বর্ণঃ ৪৫ টি বাংলা উচ্চারনঃ নিউমনোল ট্র্যামি ক্রস কপিক সিলিকো ভল্কানো কনিওসিস ইহা যা বুঝায়ঃ এক রকমের ফুসফুসের রোগ যা সিলিকার বিষক্রিয়ায় হয়ে থাকে ২. Supercalifragilisticexpialidocious মোট বর্ণঃ ৩৪ টি বাংলা উচ্চারনঃ সুপার ক্যালিফ্রা যিলিসটি সেক্সপিয়া লিডোসিয়াস ইহা যা বুঝায়ঃ এটি একটি গানের টাইটেল। ১৯৬৪ সালের ডিজনীর Mary Poppins নামের একটি মুভির গান এটি। ৩. Antidisestablishmentarianism মোট বর্ণঃ ২৮ টি বাংলা উচ্চারনঃ অ্যান্টি ডিজ স্টাব্লিশমেন্টারিয়ানিজম ইহা যা বুঝায়ঃ ইহা একটি পলিটিকাল ধারণার নাম।

এই ধারণার নাম তৈরি হয়েছিল ব্রিটেনে। এটি এসেছে ডিজ-স্টাব্লিশমেন্ট শব্দটি থেকে। ডিজ-স্টাব্লিশমেন্ট শব্দটির ব্যাখ্যা হলঃ তৎকালীন ব্রিটেন এ(১৮৬০ সাল) রাষ্ট্র ও চার্চ কে আলাদা করার একটি আন্দোলন হয়। তো ডিজ-স্টাব্লিশমেন্ট ধারনার বিপরিত টি হল অ্যান্টি ডিজ স্টাব্লিশমেন্টারিয়ানিজম। ৪. Taumata¬whakatangihanga¬koauauo¬tamatea¬turi¬pukakapiki¬maunga¬horo¬nuku-pokai ¬whenua¬kitanatahu মোট বর্ণঃ ৯৭ টি বাংলা উচ্চারনঃ তাউ মাতা ওহাকা তাঞ্জি হাঞ্জা কোয়া ও-য়া-উ ওতে মাতে আতুরি পুকা কাপিকি ইমাউঞ্জাহ ওরো নুকু পুকাই হোয়ে নুয়া কিতা নাতা হু ইহা যা বুঝায়ঃ এটা একটা পাহাড়ের নাম, নিউজিল্যান্ডের।

ভাষাটা অবশ্য মাওরি ভাষা। এই নাম interview এ ধরলে শ্যাষ। তাই সংক্ষেপে একে তাউ মাতা বললেও হবে। ৫. Floccinaucinihilipilification মোট বর্ণঃ ২৯ টি বাংলা উচ্চারনঃ ফ্লক্সিন-অ-সিনি হিলি পিলি ফিকেশান ইহা যা বুঝায়ঃ এইটা একটা অভ্যাসের নাম যে অভ্যাসের কারনে সব কিছু unimportant মনে হয়। ৬. Honorificabilitudinitatibus মোট বর্ণঃ ২৭ টি বাংলা উচ্চারনঃ অনারিফিক্যাবিলিচুডিনি ট্যাসিবাস ইহা যা বুঝায়ঃ মানুষ যে অবস্থায় থাকলে সম্মান অর্জন করতে পারে সেই অবস্থার নাম অনারিফিক্যাবিলিচুডিনি ট্যাসিবাস।

এটা প্রথম ব্যাবহার করেন জনাব শেক্সপিয়ার। ৭. Chargoggagoggmanchauggagoggchaubunagungamaugg মোট বর্ণঃ ৪৫ টি বাংলা উচ্চারনঃ পারি না...( নিজ দায়িত্বে করেন) ইহা যা বুঝায়ঃ এটি একটি লেকের নাম। যত বড় লেক ঠিক তত বড়ই এর নাম। এর আরেকটা নাম আছে—Webster lake. তবে Chargoggagoggmanchauggagoggchaubunagungamaugg এই শব্দটি এসেছে NIPMUC ভাষা থেকে। যারা NIPMUCসম্পর্কে জানতে তারা ক্লিক করেন এখানেঃ http://www.nipmucnation.org/ ৮. Llanfairpwllgwyngyllgogerychwyrndrobwllllantysiliogogogoch মোট বর্ণঃ ৫৮ টি বাংলা উচ্চারনঃ আনভার পুগুইন জিগো গেরি জর্ন দ্রোবো অ্যান্টি সিলজো গোগো গগশ (উচ্চারন টা ঠিক ইংরেজি না, স্থানীয়) ইহা যা বুঝায়ঃ এটি একাধারে একটি গ্রাম এবং একটি গোষ্ঠীর নাম।

এই গ্রামটির অবস্থান Wales এর Anglesey দ্বীপে। যারা গিয়ে দেখে আসতে চান তারা দেখুনঃ Click This Link ৯. Lopadotemachoselachogaleokranioleipsanodrimhypotrimmatosilphioparaomelitokatakechymenokichl­epikossyphophattoperisteralektryonoptekephalliokigklopeleiolagoiosiraiobaphetraganopterygon মোট বর্ণঃ ২১০ টি বাংলা উচ্চারনঃ লোপাদো তেমাচো সেলাচো গ্যালিও ক্র্যানিও লিপ সানো ড্রিম হাইপো ত্রিম্মাতো সিলফিও পারাও মেলিতো ক্যাটাকেচি মেনো কিশ এপি কসিফো ফ্যাতো অ্যালেকত্রিওন অপ্তে কেফালিও কিগক্লো পেলিও লাগয়ো সিরায়ো বাফে ত্রাগানো তেরিগন ইহা যা বুঝায়ঃ কি জিনিস হতে পারে এটা???!!! আসুন দেখে নেই কি এটা। এটাতে থাকেঃ i. ফিস স্লাইস ii. চিংড়ি iii. কাঁকড়া iv. মধু v. বন্য কবুতরের মাংস vi. পোষা কবুতরের মাংস vii. হাঁসের রোস্ট এখানেই শেষ না। আরো থাকে ১৬ রকমের মিস্টি, বুনো ফল ইত্যাদি ইত্যাদি। খাবেন?? না রে ভাই, এটা একটা fictional ডিশ।

এই ডিশএর আইডিয়া দাতা হলেন প্রাচীন নাট্যকার অ্যারিস্টোফেন। বলে নেই যে, শব্দটা হল প্রাচীন গ্রীক ভাষার। কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। আর একটা কথা, ভুল ভ্রান্তি হইলে মাইন্ড না করে সোজা criticize করবেন। দইন্যবাধ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪৭ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.