আমাদের কথা খুঁজে নিন

   

জিবন জন্তনার কষ্ঠ ভালবাসার কষ্ঠ

এই পৃথীবি আর ভাল লাগেনা চল আমরা চাঁদের দেশে চলে যাই

জিবন এত অল্প সময়ের কেন এত কষ্ঠদিলে আমায় এখানেত কষ্ঠ থাকার কথা নয় কেন তুমি আমাদেরকে কষ্ঠ দিচছ। এখানে বেসে উঠবে আন্দের শুর বয়ে উঠবে সুখ আর সুখ কষ্ঠের পরিমান হবে শূণ। অথচ এইঅল্প সময়ের জিবনে এত কষ্ঠ কেন। বিদাথা তুমি আমাকে যেখানে কষ্ঠ থাকবেনা যেখানে মা কাদবেনা সন্তান হারানোর কষ্ঠে সেখানে নিয়ে চল। এই যে সুন্দর পৃথীবি অনেক মানুষ কষ্ঠকে আপন করে নিয়েছে। অসংখ্য কষ্ঠের মাঝে ডুবে আছি, আমায় কষ্ঠ করে একটু তুলে ধর আমিত ভালবাসাকে ভালবাসি কষ্ঠকে নয়। তবে কেন ভালবেসে এত কষ্ঠ পেতে হয় কষ্ঠ শুদু কষ্ঠ শুদু দিয়েছ তুমি আমাকে এত কষ্ঠ কেন তুমি আমাকে দিলে আমিত ভালবাসাকে ভালবেসেছি কষ্ঠকে নয়। ভালবাসা কি কষ্ঠের কাজ নাকি ভালবাসার প্রতিদান হিসাবে কষ্ঠ পাওয়া টা কষ্ঠর কাজ। হে বিদাথা পরজন্মে কষ্ঠ হয়ে জন্মাবো নিজেকে নিজে ভিষন কষ্ঠ দেব কষ্ঠকে দেখাব কষ্ঠ পেতে কেমন কষ্ঠ। জিবন জন্তনার কষ্ঠ ভালবাসার কষ্ঠ এম ডি ইয়াছিন মিয়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.