বহুজাতিক কোম্পানীগুলো নিজেদের স্বার্থে সবসময় সচেষ্ট থাকে। এরা বিনা বাধায় আমাদের দেশে বাহিরের তৈরী বিজ্ঞাপন প্রচার করে টাকা হাতিয়ে নিচ্ছে। এতে করে দুটি সমস্যা হয় ১) দেশের জাতীয়তার প্রতি অবজ্ঞা প্রদর্শন ২) অর্থনৈতিক ক্ষতি।
তাই এই সব বহিঃ নির্মিত বিজ্ঞাপন বন্ধ করা দরকার। আমাদের দেশের তৈরী বিজ্ঞাপন নির্মান হলে এখানকার জনগণ ( যারা বিজ্ঞাপন নির্মানের সাথে জড়িত) তাদের কাছ থেকে কিছু টাকা হলেও পাবে। আবার বিজ্ঞাপনে বাহিরের রাষ্ট্রের আপত্তি জনক বিষয়ও পরিহার করা যাবে।
সরকারকে এই বিষয়ে দ্রত পদক্ষেপ নিতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।