আমাদের কথা খুঁজে নিন

   

জন্ডিস আক্রান্ত চোখে সব নাকি হলুদ দেখা যায়(ইংরেজী প্রবাদ)

যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।

জন্ডিস আক্রান্ত চোখে সব নাকি হলুদ দেখা যায়---(ইংরেজী প্রবাদ) শরীফ এ. কাফী ১. “আরকেউ নয়, শেখ মুজিবকে আওয়ামী লীগের লোকেরাই হত্যা করেছে.....“ (?) ২. “দেশে অরাজকতা এবং অস্থিতিশীলতা তৈরীর উদ্দেশ্যে প্রতিবেশী দেশের সাথে ষড়যন্ত্র করে কারা দশ ট্রাক অস্ত্র আমদানী করেছে তা দেশের জনগন জানে...” (?) ৩. “হুমায়ুন আজাদের উপর হামলা আওয়ামী লীগের সন্ত্রাসীরা করেছে, পুলিশ তাদের একজনকে গ্রেপ্তারও করেছে...” (?) ৪. “একুশে আগষ্টের বোমা হামলা আওয়ামী লীগের সাজানো নাটক। সরকারকে বেকায়দায় ফেলার জন্য তারা নিজেরা এটা করেছে। জজ মিয়া পুলিশকে কী বলেছে তা আপনারা জানুন.....” (?) ৫. “বাংলাদেশ সেনা বাহিনীকে দুর্বল করার জন্য, ধ্বংশ করার জন্য সরকার ভারতীয় র’ এর সাহায্যে পিলখানার ঘটনা ঘটিয়েছে....” (?) ৬. “একটি দলের জনপ্রিয়তায় ভীত হয়ে আওয়ামী লীগ তত্বাবধায়ক সরকারের সাথে আপোষ করে ভোট কারচুপি করে ক্ষমতায় এসেছে...” (?) ৭. “শেখ ফজলে নূরের গাড়ীতে বোমা হামলা সরকার করেছে, আওয়ামী লীগের সাজানো নাটক....” (?) কে কোন দল করে তা বড় কথা নয়! দলীয় অবস্থান বিবেচনায় সত্য ও ন্যায়কে বিসর্জন দেয়া বিবেকবান মানুষের কাজ নয়। দলীয় কর্মী বলে ধর্ষককে রক্ষা করা যেমন বিবেকবান মানুষের উচিৎ নয়, নিজ দলের কর্মী হলে সন্ত্রাসী যেমন ফুলের মতো পবিত্র হয়ে যায়না, তেমনি নিছক বিরোধিতার জন্য, পছন্দ করিনা বলে মিথ্যাচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করাটাও সমিচীন নয়। বিবেক সব সময় বিবেক, তাকে সব সময় জাগ্রত থাকতে হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।