........... আমার তখন পরীক্ষা চলছিল .অনেক পরার চাপের কারণে আমি অসুক উপেক্ষা করে চলেছিলাম .কন্ট্রোল সিস্টেম পরীক্ষার পাচ দিন আগে থেকে শরীর খুবি খারাপ হয়ে পড়ল.আল রাজি হসপিটাল এর খোরশেদ আলম তখন দেশের বাইরে .উনার সহকর্মী আমাকে এক মাস bed rest নিতে বললেন .কিসু পরীক্ষা নিরীক্ষা দিলেন .রিপোর্ট দেখে বললেন আপনার জন্ডিস হয়েছে আর কিসু অসুধ দিলেন .আমি ওগুলোই খেতে লাগলাম .শনিবার exam , বুধবার অবধি একটুও কমলনা .জন্ডিস এত সহজে কমার কথাও না .পরদিন আমার এক বন্ধু শ্রেনীর বড় ভাই বাসায় এসে কবিরাজি চিকিত্সার কথা বলতে লাগলেন .আমি এমনিতেই অসুস্থ তার উপর উনার হাতুড়ে চীয়কিত্সার কথায় আমি আরো অসুস্থ বোধ করতে থাকলাম .ভদ্র লোক লোকাল আর ভিবিন্ন সময়ে আমার সামাজিক সমস্যার সমাধান দিয়েছেন .এক কথায় গন্ডগোল লাগলে ব্যবস্থা নিয়েছেন .তাই সন্ধার সময় আবার যখন আসলেন আমি ওনাকে directly refuse করতে পারলাম না /করলাম না.তেজগাঁও সাত রাস্তার মরে channel 24 এর অফিসের পাশে আমাকে নিয়ে হাজির হলেন .আমি অত্যন্ত বিরক্ত বোধ করতে লাগলাম কিন্তু মুখে এক ধরনের হাসি ফুটিয়া রাখলাম .লোকটা আমাকে দেখে চিকিত্সা শাস্ত্রে জন্ডিস হলে রোগীকে যা যা জিগ্গেস করতে হই তাই জিগ্গেস করলো .(পেট বেথা ,পায়খানা কেমন হচ্ছে ,খাবার রুচি ,urine এর রং এই type যা আছে ).আমি মনে মনে ভাবলাম বেটা ভালই ধরিবাজি শিখে ফেলেছ .রোগ না সারলে বেটা তর হার মাংশ আলাদা করে দিব .এলাকার বড় ভাই সাথে তাই কিছু না বলে সুধু মুখে হাসি ফুটিয়ে রাখলাম .এর পর সুরু হলো treatment .প্রথমে আমাকে মাটির গোল্লাহ র মত কি জানি খেতে দিল .আমি বমি করতে গিয়া খুব কষ্টে নিজেকে সামাল দিলাম .একটা গাছের শিকর দিয়ে আমাকে বললেন আপনার মাটি জন্ডিস হইসে .খুব খেয়াল করে চলতে হবে .আমি সুধু মাথা ঝাকিয়া গেলাম .হাতে একটা গাছের শিকর বেধে দিয়ে আর এক বোতল সিরাপ দিয়ে বললেন," জললে পানি দিয়েন কাল সন্ধার আগে আপনার রোগ কমে যাবে ".আমি দীর্ঘ নিশ্বাস ফেলে ভাবলাম হায়রে আমার দেশ,যে যার মত লুটে পুতে খাচ্ছে ..............পরদিন সন্ধা পযন্ত যদিও অপেক্ষা করা লাগেনি আমার ,তার আগেই আমার শরীর ভালো লাগতে শুরু করেছে .৩ দিন পর বিলুরুবিন টেস্ট করে দেখলাম ২ এর নিচে চলে এসেছে .আমি জানি বেপারটা কিভাবে ঘটেছে ,যা হয়েছে তাই লিখলাম .গিয়া দেখুন কোনো ভন্ডামি ধরা পরে কিনা .কারণ ওখানে অনেক লোক চিকিত্সা নিতে যাই .ভালো হওয়া বড় বেপার না ,আমি ওখানে না গেলে পরীক্ষা দিতে পারতাম না .
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।