দেশের ভাল মন্দ দেখার দায়িত্ব আমাদেরই...আসুন দেশটাকে সুন্দর করি।
বিএনপির যুগ্ম-মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার দলীয় সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপসের উপর সন্ত্রাসী হামলাই প্রমাণ করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক।শুক্রবার দুপুরে বিএনপির মহানগর কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।তিনি সাংসদ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।তিনি বলেন, আগামী দুই-একদিনের মধ্যেই বিএনপির জেলা ও উপজেলা কাউন্সিল সম্পন্ন করার কাজ শুরু হবে। তবে কেন্দ্রীয় কাউন্সিলের ভেন্যু এখন পর্যন্ত ঠিক না হওয়ায় তিনি কিছুটা হতাশা প্রকাশ করেন।তিনি আরও জানান, যথা সময়ে বিএনপির কাউন্সিল সম্পন্ন করার ব্যাপারে নেতা-কর্মীদের তৎপরতার কমতি নেই। তারা কাউন্সিলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।