ইসলামের পথে থাকতে চেষ্টা করি...।
ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ ফজলে নূর তাপসের ওপর হামলা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত তুলে ধরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্মমহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়। তিনি ওই হামলার নিন্দা এবং হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেছেন। গয়েশ্বর শুক্রবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "ফজলে নূর তাপস কেবল একজন সাংসদ নয়। তিনি প্রধানমন্ত্রীরভাইপো এবং একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।
"তাপসের ওপর এভাবে হামলা হলে সাধারণ মানুষের অবস্থাটা কোন পর্যায়ে তা বলার অপেক্ষা রাখে না। তাই দেশের মানুষ আজ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। "
গত বুধবার রাতে মতিঝিলে সাংসদ তাপসকে লক্ষ করে বোমা হামলা হয়। তিনি বেঁচে গেলেও আহত হন ১৩ জন।
গয়েশ্বর বলেন, তার (তাপস) ওপর এমন হামলার নিন্দা জানাই।
ঘটনাটিকে রাজনৈতিকভাবে না দেখে এর সঙ্গে জড়িতদের জড়িতদের বিচারের দাবি করছি।
"একে কোনও বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়া হলে এক ধরনের নৈতিক অপরাধ হবে", বলেন তিনি।
বিএনপির কাউন্সিল অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে গয়েশ্বর বলেন, "৮ ডিসেম্বর দলের কাউন্সিল। চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে প্রস্তুতি কমিটি এবং উপকমিটি গঠন করা হয়েছে। দুই-একদিনের মধ্যে বিরোধপূর্ণ জেলাগুলোতে আহ্বায়ক কমিটি নিয়ে বিরোধ নিষ্পত্তি হয়ে যাবে।
''
জেলা, থানা ও উপজেলা পর্যায়ে কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি জানান।
জাতীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির প্রচার উপকমিটির আহবায়ক গয়েশ্বর বলেন, "আমরা নির্ধারিত সময়ের মধ্যে কাউন্সিলের মাধ্যমে সব পর্যায়ের কমিটি করতে পারব। সেভাবেই কাজ এগোচ্ছে। "
সরকারের কার্যক্রমের মূল্যায়নে গয়েশ্বর বলেন, "সরকারকে বলব, আপনারা জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করুন। বিরোধী দল হিসেবে আমরা সহযোগিতা করব।
আমাদের নেত্রীও বার বার তার সহযোগিতা কথা বলে আসছেন। "
জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে সরকার দেশকে এগিয়ে নিলে বিএনপির পক্ষ থেকে সহযোগিতা থাকবে বলে যুগ্ম মহাসচিব জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।