আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার তিক্ত......গুজব....এবং........

কিছুই বলার নাই .........

কাল ব্লগে ব্লগার তিক্ত এবং অশ্রু বন্যা একটি গুজব ছড়ায় যার প্রেক্ষিতে আজ আমি তিক্ত 'র ব্লগে ঢুকে তাকে জিজ্ঞেস করি যে সে কেনো গুজবটা ছড়িয়ে ছিলো।আর কেনোইবা তার পোষ্টটি তিনি ডিলিট করেছেন। কিছুক্ষন পর আমি অফ্লাইনে চলে যাই।সেই অবস্থাতেই দেখি তিনি আমার প্রশ্নের উত্তরে বলেছেন যে,তিনি নিজেও গুজবের শিকার।আর উনি অনুতপ্ত হয়ে পোষ্টটি ডিলিট করেছেন। এখন আমি লগ-ইন করে তার ব্লগে ঢুকে দেখি আমি ব্লকড। এবং তিনি আমার মন্তব্য সহ নিজের করা মন্তব্যটিও মুছে ফেলেছেন। তবে এই কি তার অনুতপ্ততার প্রকাশ!!!!!!!!!! গুজব ছড়িয়ে যদি কথা হজম করটে না পারেন তবে ব্লগে আসেন কেনো?????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.