বাংলাদেশ আমার দেশ
জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় ধর্মভিত্তিক সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যদিও বাংলাদেশ হিযবুত তাহরীর অতোটা হিংস্র নয়।
আমি মনে করি,হিযবুত তাহরির আর জামায়াতে ইসলামীর কার্যকলাপের তুলনা করলে জামাআতে ইসলামী আগে নিষিদ্ধ করা উচিত।
পৃথীবির বেশীর ভাগ অমুসলিম দেশে এখনো হিজবুত তাহরীর নিষিদ্ধ করা হয়নি।
"বৃহস্পতিবার থেকে হিযবুত তাহরীরের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
তুরস্কসহ বেশ কয়েকটি দেশে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কারণে সংগঠনটি নিষিদ্ধ রয়েছে। বাংলাদেশেও দীর্ঘদিন থেকে সংগঠনটির কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয়েছে যে, এ সংগঠনটির কার্যক্রম দেশে জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ জন্য সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে। "
সামপ্রতিক কয়েকবছরে দেশে আরো চারটি জঙ্গী ইসলামী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ চারটি সংগঠন হলো জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), হরকাতুল জিহাদ আল ইসলামি বাংলাদেশ (হুজি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি) ও শাহাদাৎ-ই-আল হিকমা।
হিযবুত তাহরীর বাংলাদেশের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মহিউদ্দিন আহম্মেদ দাবি করেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে 'সরকারের একাংশের সংশ্লিষ্টতা' উন্মোচন ও বিরোধিতা করেছেন বলেই সরকার তাদের নিষিদ্ধ করেছে।
উগ্র ধর্মীয় রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশ, জার্মানি, রাশিয়া, কাজাকিস্তান, কিরঘিজিস্তানসহ বিভিন্ন দেশে হিজবুত তাহরীরের নিষিদ্ধ রয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।