ঢাকায় থাকি, কেন যে থাকি জানিনা। হয়তো জীবিকার তাগিদে অথবা নাগরিক জীবনের সব সুবিধার মোহে! হয়তো বা আরো ভালো জীবনের জন্যে। প্রতিদিনের যানজট, লোডশেডিং, দুষিত বায়ু সেবন -এইসব সয়েও যখন টিকে আছি তখন বুঝতে হবে কোন একটা অজানা আকর্ষন অবশ্যই আছে। তবে কি সেই আক
স্বর্গের কাছাকাছি একটা স্হান বলে মনে হয়েছে নীলগীরি নামের এই জায়গাটাকে, অ-স-ম্ভ-ব সুন্দর! ছবি দেখে আমি এতই মুগ্ধ যে নিজের অজান্তেই বললাম যে 'আমাকে যেতেই হবে'। এম, বি, এ, ক্লাশের ফখরুদ্দিন ভাইয়ের প্রতি কৃতজ্ঞ এই অপার্থিব ছবিগুলোর জন্য। জানিনা সামনাসামনি কতোখানি ভালো লাগবে!
কে কে যাবি আমার সাথে আয়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।