আমাদের কথা খুঁজে নিন

   

মিরপুর ক্রিকেট স্টেডিয়াম এবং World Cup 2011



বাডি'র পাশে হওয়ায় এইবার টি-২০ এর কিছু ম্যাচ দেখতে গেছিলাম...মাত্র ১৬ মাস পরে World Cup 2011 শুরু হইবো এবং এখনো সাধারণ গ্যালারীর যেই অবস্থা, খুব খারাপ লাগে দেখতে... ~ এতো দিন ধইরা এই স্টেডিয়াম মিরপুরের নামে, কিন্তু এখনও ইলেক্ট্রনিক স্কোরবোর্ড বসে নাই... ~ সাধারণ গ্যালারীর তে ঢুকা থেকে শুরু করে বসার জায়গা, কিছুই ঠিক করে নাই...কবে করবো ? ~ মনের আনন্দে পোলাপান এক গ্যালারী থেকে বাইয়া বাইয়া অন্য গ্যালারী চইলা যাইতেছে.. ~ মনের আনন্দে পিচ্চি পিচ্চি পোলাপান মাঠে ঢুইকা পডতেছে... ~ বাথরুমে একদিন ক্রীডামন্ত্রী'রে ঢুকানো দরকার...দেখুক কি অবস্থা... ~ মানুষ যে প্রশ্রাব করে, কিছুক্ষণ পরে দেখা যায়, সব প্রশ্রাব সিডিতে জমা হইছে... ~ এন্ট্রেন্স এবং সিডিতে কোন বাতি থাকে না...লাগায় নাই এতোদিনেও...অইখানে বার হওয়ার সময় কারো না কারো মোবাইল চুরি/পকেট মাইর হয়... একটা বাল্বের দাম কতো ?? ~ সাধারণ দর্শকদের জন্য মাথার উপর পার্মানেন্টলি ছাউনি করলে কি হয় ?? বার বার এই এই বাশ-কাপড দিয়া ছাউনি বানায়...বাশের জন্য কিছু ভালো মতো দেখাও যায় না... শুধু ভি.আই.পি , প্লেয়ারদের ড্রেসিং রুম এবং মাঠ সুন্দর করলেই হবে ?? সাধারণ দর্শক না থাকলে খেলার মজা আছে ?? এই কথা কি আবাল'গুলা (যাহাদের আমরা কর্তাব্যক্তি বলি) বুঝে না ?? World Cup এর আগে আগে তাডাহুরা কইরা কিছু কাম করবো, কিন্তু পার্মানেন্টলি কিছুই করবো না কারণ তাইলে তো টাকা পয়সা কামাতে পারবো না...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.