© এই খানে প্রকাশিত সকল লেখার এবং অন্যান্য হাবিজাবি সমুহের সর্বসত্ত্ব লেখকের...©
*
একা সিঁড়ি ঝুলে থাকে সিঁড়িঘর জুড়ে। একপ্রান্ত অন্ধকারে ডুবে গিয়েছে, আরেক প্রান্ত হারিয়ে গিয়েছে মেঘের ভিতরে। দু'টো সাপ (শংখচুড় এবং লাউডগা) আটকা পড়েছিলো মাঝামাঝি কিছু ধাপে। তাদের নরম মেরুদন্ড ভেঙ্গে ক্লান্তি জেগেছে। আর ঘাম জমে পিচ্ছিল হচ্ছিলো বিবিধ প্রথা।
**
লোকেরা কথা বলে এবং সামজিকতা রক্ষা করে চলে অনুষ্ঠানে। বদলে চলে এক বা একাধিক মুখোশ। চোখে চকচক করে কাম, ঠোঁট প্রসারিত হয় লোভের ছোঁয়ায়। কথারা কালনাগ ফণা তুলে প্রস্তুত, ছোবলে সংক্রমিত করবে লালসা। ঘিনঘিনে শরীর নিয়ে লোকেরা ফিরে আসে নিজ নিজ কোনে।
দু'টো সাপ রয়ে যায়।
***
ঘরের কোনাগুলোই সবচে অবহেলিত। যখন আগুন লাগে, কেউ সেটা খেয়াল করে না। কোনায় পুঞ্জীভুত ময়লার ভেতর থেকে এক এক করে বের হয়ে আসে ধোঁয়ার বিভিন্ন ভাঁজ। ঘ্রানগ্রন্থিতে সাড়া জাগায় কিন্তু উত্তেজনা জাগিয়ে তোলে না।
চুপিচুপি বেড়ে চলে আগুনের সাপ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।