আমাদের কথা খুঁজে নিন

   

wimax চালু হয়েছে। কিন্তু একি???



খুশির খবর যে wimax চালু হয়েছে। ইন্টারনেট এর গতি বারবে খরচ কমবে। কিন্তু হচ্ছেটা কি। অগিরি তাদের সেবা চালু করেছে। বর্তমানে তারা গুলশান এলাকায় সেবা দিচ্ছে।

কিন্তু তাদের গতি আর খরচ এর বহর যদি দেখতে চান তাহলে এই সাইটে যান http://www.qubee.com.bd/get-qubee/products টারা unlimited দিবে না। আর 512Kbps (64KBps) এর জন্য মাসে ৩৪০০ টাকা চাচ্ছে যা দিয়ে ৬গিবি ডাউনলোড করা যাবে। আর 1Mbps (128KBps) নিবেন। এর জন্য মাসে ৬২০০ ফেলতে হবে আর ৯গিবি ডাউনলোড করা যাবে। এরচে বেশি গেলে MB প্রতি ১৫ পয়সা পরবে।

নেবেন কি wimax

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।