আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াইম্যাক্স (WiMAX ) এর ব্যবহার ...(২)

খুঁজি আমি পথের আশেপাশে দৃশ্য অদৃশ্য// আমি যে সেই পথিক!!!!!!

ওয়াইম্যাক্স (WiMAX ) এর ব্যবহার ...(১) ২। ওয়াইম্যাক্স মোবাইল এপ্লিকেশন (802.16e-2005): সেলুলার এর বিকল্প হিসেবে ব্যবহারঃ ওয়াইম্যাক্স এর সুবিধা নেয়ার জন্য সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে সেলুলার ( মোবাইল ) সার্ভিস প্রোভাইডার কোম্পানীগুলো। কারন তাদের অলরেডী যে সিস্টেম চালু সেটা ওয়্যারলেস কালচারেই চলে(RF engineers, wireless savvy sales staff, etc )। কিন্তু অন্যদিকে ল্যান্ড ফোন বা ফিক্সড ফোনে এই বিল্ট ইন সুবিধা নাই বলে ঐ ক্ষেত্রে ওয়াইম্যাক্স কমপারেটিভলি একটু কষ্টলি। উপরের চিত্রটিতে আমরা একটি প্রচলিত সেলুলার নেটওয়ার্ক বা বিভিন্ন সেলুলার ও অন্যান্য টেলিকম অপারেটরের মধ্যে একটি আন্ত সংযোগ ব্যবস্তা দেখতে পাচ্ছি।

(এখানে যে টি১ গুলো আছে , আমাদের দেশের প্রেক্ষিতে সেগুলোর নাম হবে ই১। ) সে যা হোক ওয়াইম্যাক্স ব্যবস্থা সম্পূর্ণ ব্যবহার এর মাধ্যমে এই ক্ল্যামজি অবস্থা সহজ হয়ে যাবে এবং এতে ইনফ্রাসটেকচর সহজ হয়ে আন্ত অপারেটর ব্যবহার খরচ কমে যাবে। "one network serves all" ----এই কথাটি এ ক্ষেত্রে ওয়াইম্যাক্স সত্য প্রমান করতে পারে। ওয়াইম্যাক্স অনেক বেশী দ্রুতগতির হওয়ায় এবং এটি ভয়েস, ডাটা এবং ভিডিও একসাথে সাপোর্ট করায় ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে মোবাইল কোম্পানীগুলো সহজেই তাদের সার্ভিসে এগুলো অ্যাড করতে পারবে। মোবাইলে সে ক্ষেত্রে ভিডিও দেখা যাবে, টিভি দেখা যাবে , ভিডিও কনফারেন্স সম্ভব হবে, দুপ্রান্তের মানুষের ছবি লাইভ দেখা যাবে।

তবে সে ক্ষেত্রে মোবাইল সেট টিও ওয়াইম্যাক্স সার্পোটেড হতে হবে। মোবাইল WiMAX এর এসব সুবিধা আমরা আসলে পেতে পারি বিভিন্ন পারসনাল ডিভাইসের মাধ্যেমেই যেমন PDAs, notebook PCs, game consoles, iPods, MP3 players, and cellular phones. মোবাইল ওয়াইম্যাক্স ব্যবহারের একটি সার্বিক চিত্র নিচে দেখানো হলো- Figure: WiMAX as a mobile voice and data network is potentially exponentially more efficient (profitable) than the legacy cellular infrastructure ৩। ওয়াইম্যাক্স এন্ড আইপিটিভিঃ Internet Protocol Television (IPTV) এর মাধ্যমে ওয়াইম্যাক্স সার্ভিস প্রোভাইডার খুব সহজেই ক্যাবল বা স্যাটেলাইট টিভি সার্ভিস প্রোভাইডারদের মত সার্ভিস দিতে পারবে। এর সাথে আইপিটিভি প্রোগামিয়ের মাধ্যমে বিভিন্ন ভিডিও অন ডিমান্ড (VoD) সার্ভিস প্রদান সম্ভব। এই ব্যবস্থাগুলো মোবাইল এ মাধ্যমেও হতে পারে আবার ফিক্সড ও হতে পারে।

৪। ওয়াইম্যাক্স এন্ড ভিওআইপিঃ এটি আসলে ফিক্সড ওয়াইম্যাক্সেরই একটা ব্যবহার। নরমাল ভাবে ভিস্যাট এর মাধ্যমে ভিওআইপি দিয়ে যে বাইপাস ভয়েস সার্ভিস চলে সেটা ওয়াইম্যাক্স ব্যবস্থায় আরও সহজে এবং সস্তায় প্রদান সম্ভব। কেউ কেউ অবশ্য বলে , VoIP is the "killer app" for WiMAX। নিচের চিত্রে আমার এই বিষয়টি একটু দেখে নিতে পারি।

#ছবিসমূহ এবং কিছু তথ্যের সূত্র

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.