আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াইম্যাক্স (WiMAX ) এর ব্যবহার ...(১)

খুঁজি আমি পথের আশেপাশে দৃশ্য অদৃশ্য// আমি যে সেই পথিক!!!!!!

আইপি মাল্ডিমেডিয়া সলিউশন ( IMS) পদ্ধতি ব্যবহার করে যেকোন আইপি নির্ভর নেটওয়ার্কে র (cable TV modem, DSL, cellular, Wi-Fi, or WiMAX) মাধ্যমে ব্যবহার কারীরা মাল্ডিমেডিয়া সার্ভিস মানে ভয়েস , ডাটা, ভিডি একসাথে পেতে পারে। তাহলে দেখা যাচ্ছে ওয়াইম্যাক্স ও সেই একই আইএমএস পদ্ধতি ব্যবহার করে । এই পদ্ধতির মাধ্যমে ওয়াইম্যাক্স এর মাধ্যমে নিম্নের সবগুললো সুবিধা সহজেই দেয়া সম্ভব। (ওয়াইম্যাক্স নিয়ে প্রাথমিক পর্যায়ে লেখাটিতে লেখাটিতে বলেছিলাম , ওয়াইম্যাক্স মূলত সব ধরনের টেলিকমিউনিকেশনের রিপলেসমেন্ট হিসেবে ব্যবহার করা সম্ভব, এখানে সেই ব্যবহার গুলোর উপর আলোকপাত করা হবে। ) ১।

ফিক্সড ওয়্যারলেস এপলিকেশন (IEEE 802.16-2004): মূলত এই স্ট্যান্ডর্ডে প্রিসাইস ভাবে আমার তিনটি ব্যবহারকে ব্যাখ্যা করতে পারি। (ক) T1 or E1 or fractional T1-like services to businesses, and (খ)broadband for residential, small office/home office (SOHO), and small- to medium-enterprise (SME) markets, (গ) wireless backhaul for Wi-Fi hotspots (ক) T1/E1 এর রিপলেসমেন্ট : ওয়াইম্যাক্স এর সবচেয়ে বড় ব্যবহারের একটি হচ্ছে , এটি বর্তমান ফিক্সড টেলিকমিউনিকেশন সিস্টেমের কপার তারের ব্যবহারকে তারহীন ব্যবস্থার মাধ্যমে বদলাতে সক্ষম। সাধারণত ফিক্সড ফোন কোম্পানী ইনটারকানেকশন এর জন্য যে ডাটালাইন ( যাকে আমেরিকতে T১ আর ইউরোপ এবং বাংলাদেশে E১ বলা হয়, টি১ মানে ১.৫৪ মেগাবাইট আর ই১ মানে ২ মেগাবাইট ডাটা লাইন) ভাড়া দেয় তার সংযোগ হয় কপার ক্যাবলের মাধ্যমে এবং এর ভাড়া যথেষ্ট বেশী ( হাজার হাজার টাকা প্রতি মাসে) । ওয়াইম্যাক্স এই ডাটা লাইন সাপোর্ট দিতে পারবে। যে ক্ষেত্রে খরচ অনকে কমে যাবে।

এই ভাবে ওয়াইম্যাক্স এর মাধ্যমে বর্তমান কপার ক্যাবল নির্ভর ফিক্সড ল্যান্ডফোন এর ব্যবহার খুবই সহজে ও কম খরচেই সম্ভব। এতে ল্যান্ড ফোন এর তার জনিত সমস্যা পুরোপুরি দূর হবে। ( আমেরিকাতে বর্তমানে ব্যবহৃত হচ্ছে) ( বাংলাদেশ টেলিকমিউনিকশেন কোম্পানী, বিটিসিএল যেহেতু ওয়াইম্যাক্স এর একটি লাইসেন্স পাবে , সে ক্ষেত্রে সুষ্ঠব্যবহারে ল্যান্ড ফোনের নতুন দিগন্ত উন্মোচিত হতেও পারে) (খ) ব্রডব্যন্ড : ওয়াইম্যাক্স এর অন্যতম ব্যাপক আকারের আরেকটি ব্যবহার হচ্ছে ব্রডব্যান্ড একসেস। ওয়াইম্যাক্সের মাধ্যমে বাড়ীঘরে, ছোটখাট অফিসে, সম্ল টু মিডিয়াম এন্টারপ্রাইস মার্কেটে মানে সর্বত্র প্রয়োজনমাফিক ব্রডব্যান্ড কানেকশন প্রদান সম্ভব। এবং পুরোটাই তারহীন।

ব্যবারের শেষাংশে শুধুমাত্র এশটি ইকুইপমেন্ট ব্যবহার করতে হয় যার নাম সিপিই( কনজিউমার প্রেমিসেস ইকুইপমেন্ট)। ওয়াইম্যাক্স এর মাধ্যমে সংযোগকৃত ব্রডব্যান্ডের মাধ্যমে হাই স্পিড ইন্টারনেট ( মেগাবাইট লেভেলে স্পিড) সার্ভিস, ভয়েস ওভার আইপির মাধ্যমে টেলিফোন সার্ভিস (আইপি ফোন) এবং যেকোন ইন্টা নেট বেসড সার্ভিস প্রদান সম্ভব। (গ) ওয়্যারলেস ব্যাকহোলঃ ওয়্যারলেস বেকহোল সলিউশন হলো দুটো বিল্ডিং বা দুটো টাওয়ারের মধ্যে হাই স্পিড , পয়েন্ট টু পয়েন্ট ব্রডব্যন্ড কানেকশন , যে ক্ষেত্রে দুটো বিল্ডিং বা টাওয়ারের দূরত্ব হতে পারে সর্বোচ্চ ৪০ মাইল বা ৬৫ কিমি এভং যার ডাটা থ্রপুট ২ মেগাবিট/ সে থেকে ১ গেগাবিট/সে। এই বেকহোল তৈরী করা হয় মূলত লাইন অফ সাইট ( মানে কোন বাধা হীন ভাবে, মাঝে কোন অবসটেকেলস থাকবেনা) যাতে করে এই ব্যাকহোল টি অন্যান্য পয়েন্ট টু মাল্টি পয়েন্ট ইকুইপমেন্টের মধ্যবর্তী সংযোগ হিসেবে ব্যবহৃত হতে পারে। (................চলবে.)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.