Wimax নিয়ে আগ্রহের যেনো শেষ নেই। কিন্তু বেশ কিছু লেখা আমার নজরে পড়েছে এ বিষয় নিয়ে কিন্তু কোনো ভালো ধারণা পেলাম না। আমি আমার প্রিয় ব্লগারদের অনুরোধ করবো যদি এটা সম্পর্কে কেউ ভালো জানেন তবে আমাদের সাথে শেয়ার করবেন। বিশেষ আরো একটা জিনিষ খুব জানতে ইচ্ছে করে যে বাংলালায়ন তাদের ওয়েবসাইটে স্পীড দেখাচ্ছে 128kbps. এখন আমার প্রশ্ন হলো এটা কি ডাউনলোড স্পীড নাকি আপলোড স্পীড। আমি আরব আমিরাতে থাকি।
এখানে আমি ব্রডবেন্ড লাইন ব্যবহার করি। তাতে ডাউনলোড স্পীড 512 kbps এবং আপলোড স্পীড 128 kbps. যেহেতু এসব বিষয়ে আমার একেবারেই ধারণা নেই। তাই জানার খুব আগ্রহ এই বিষয়টা নিয়ে। আরেকটা কথা জানতে চাই, বাংলালায়ন তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে জুন মাসের শুরু থেকে। সারাদেশে তাদের পৌছাতে হয়তো বেশ সময় লাগবে।
তবে Narayangonj যেহেতু ঢাকার খুব কাছে। তাই ওখানে এই সেবা পৌছাতে দেরী হবে কিনা বা কবে হবে কেউ জানলে আশা করি জানাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।