নাম আবসোস হোলেও আবসোস কোরিনা ব্লগার রাজিব হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ। তবে তদন্তের স্বার্থে এখনই আটককৃতদের নাম প্রকাশ করা হচ্ছে না। ইমতিয়াজ জানান, মিরপুর বিভাগের গোয়েন্দা পুলিশের কয়েকটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
এদিকে, রাজিব হত্যার প্রতিবাদে আজ মিরপুর-১০ নম্বর গোলচক্কর থেকে ১২ নম্বর পর্যন্ত সড়কে স্বতস্ফূর্ত অবস্থান নিয়েছে সাধারণ জনতা। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও এতে যোগ দিয়েছে।
স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা এই কর্মসূচিতে রয়েছেন।
এছাড়া সকালে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর স্থপতি রাজিবের মিরপুরের পলাশনগরের বাসায় যান। রাজিব ও তার ভাই মিরপুরের ওই বাসায় থাকতেন। তার বাবা-মা থাকেন গাজীপুরের কাপাসিয়ায়। এসময় মন্ত্রী রাজিবের বাবা-মাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের জন্য যারাই দায়ী তাদের ছাড় দেয়া হবে না।
তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।