আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা, কে তুমি?

আমার কবিতা আমাকে ঘুমাতে দেয় না

ভালবাসা কে তুমি? স্বপ্ন না কি অভিলাষ বিশাল সমুদ্র না মরু ভূমি। যদি তুমি স্বপ্ন হতে তবে দেখিতাম তারে নিরালায় রাতে যদি হতে সমুদ্র তাহলে আমি হতাম নাবিক পাড়ি দিতাম থাকতে জীবন ছাড়িতাম না হাল না করে তোমায় জয়। আকাশ হতে তুমি যদি হতাম আমি পাখি মুক্ত হাওয়ায় দুলিতাম আমি দিন থাকাকালীন সময় রাত হলে নীড়ে আসিতাম ফিরে কদিন বল কাটবে এভাবে, হবে নাকি মিলন পাবো নাকি তোমার ছোয়া তবে কেন আজ মিথ্যা ভালবাসা। প্রথম পাতায় যেতে পারছিনা প্রায় একমাস কাটানোর পরও। অন্যের লেখায় মন্তব্য করতে পারছি না, এরচেয়ে কষ্ট মানব জীবনে আর আছে কিনা সন্দেহ আছে। হায়! কর্তৃপক্ষঃ আমাকে কি এভাবেই রাখা হবে? নিয়ম অনুযায়ী তো আমি ৭দিনের অপেক্ষায় থাকব। কিন্তু এখনও আমি অপেক্ষাই করব, করতে হবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.