যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।
Chitai Bhalobasha by Sharif A. Kafi
চিতায় ভালোবাসা
শরীফ এ. কাফী
০৯.০৯.০৯
নিত্য আশায় ভালোবাসায় কুহেলিকা শুধু আমার
আশার বাণী, সার্কাসের ঘোড়ার সাথে নায়িকার বিয়ে
তুমিও তেমনি বলে যাও ক্ষমা চাও, উপদেশ নয় বলো
তবুও দক্ষিণা বিলাও প্রসাদ বিলাও শুনে যাই, শুনি
জ্ঞানের আধার বিদগ্ধ বিদুষী অন্তর্যামী যে, বুঝিনা
নিজের আলোর জোৎস্নায় লুকাবে কেমন করে সে?
স্বপ্ন ছড়ালে হৃদয়ে হৃদয়ে ফার্সী গান কবিতা গজলে
খৈয়াম কাইফ গালিব হাফিজ সবাই ছিল সেখানে
আমার মঙ্গল বাতি জেলে মৈত্রেয়ী দেবীর ভালোবাসায়
অসময়ে পূজা উপবাস সেও তোমার মধুর প্রয়াস
গন্তব্যের আগে পথ হারানোর দারুন শখ তোমার
বাজালে ঘন্টা মন্দির বন্ধ করে, কী বিচিত্র আচার!
সেই যে বললে মোজতবা আলী
শবনমটাই যেন আগে পড়ি
“আখেরে ভালো”, সে কেবল আমারই
বললে কত কী, ফার্সী ছন্দে কবিতায়
গ্রীষ্মের পথিক যেমন বিশ্রামে বটের ছায়ায়
আমি তখনও বসে আছি নিজেও জানিনা অভিপ্রায়।
প্রতি দিনের সংগ্রামে তোমার কঠিন প্রত্যয়ে
ফার্সী শ্লোকে তুমি, বলে যাও অবলীলায়
কখনো অনুবাদে কখনো অনুভবে সপ্তমী সুরে
তোমার দু্:খ গাথা তোমার না বলা ব্যাথা,
“এত গুণ ধরে কি হবে বলো দুরবস্থার মাঝে
পোড়া বাড়ীতে লুকানো যে ধন, লাগে তার কোন কাজে?”
একটাই জীবন মানুষের সময় তারিয়ে চলা
আছে সময়ের ডাকে অসময়ে চলে যাওয়া
কুহক চিন্তায় একাকী যাত্রায় নিভৃতচারী কুহকী নও
ঠিকানা পেয়েছ বলে আড়ালে লুকিয়ে সরে যাও
যেমন অযত্নে হারানো কিছু আবার ফিরে না পাওয়া
সকল চিহ্ন ছিন্ন করে হেয়ালীর তরী বাওয়া, তোমরই সাজে।
মন্ত্র পাঠের আগেই ভাঙ্গা আসরে অতিথি কেবল হলুদ গাদা ফুল
ঝকমক বাতি কাচ্চি বিরিয়ানি আর দলছুট কয়েকটি কুকুর
বাতাসের হুতাশনে চাদোয়ার ফুলে ওঠা গভীর দীর্ঘশ্বাস
শ্মসানের চিতায় ভালবাসা, সত্য কেবল নিত্য অবিশ্বাস
ফুপিয়ে ফুপিয়ে কাদে প্রত্যাখ্যান, ব্যর্থতার সাজনো জ্যোৎস্নায়
দুর থেকে হৃদয় ফাটিয়ে আজ শুধু দুর্বোধ সানাইটা বেজে যায়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।