যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।
Promila by Sharif A. Kafi
প্রমীলা
শরীফ এ. কাফী
১৩ সেপ্টেম্বর ২০০৯
প্রমিলা
গায়ের বালা কিশোরী
আমাদের পর পরী পারু পার্বতী।
লাল ফিতায় বাধা দোলানো বেণী
চেখে কাজল কপালে টিপের হাসি
পোষ না মানা লিপ ষ্টিক এলামেলো
হাসির মুক্তো ঝরায় চোখে দ্যুতি
পদ্ম লোচন কিংবা হরিণীর মত
হয়তো বনলতা সেন বড় বড় দুটি
চোখ, মন্দ লাগেনা চিবুকের পড়শী
ঠোটের একটু কোনে কালো যে তিলটি।
কখনো হেটে কখনো নোকায়
কখনো একাকার জলে আর কাদায়
বই খাতা পেন্সিল হাতে স্কুল যায়
পথে বড় বড় সব কুকুরের ভয়
খুলে যেতে চায় প্যান্টের খুটি সেখানে
লুকানো আমসত্ব আর পেয়ারার গুটি
খাল পারাপার একাকী সহজ নয়
চটে লাল হয়ে বসে থাকে আমার অপেক্ষায়।
আমাদের প্রমীলা
গায়ের বালা কিশোরী
আমাদের পর পরী পারু পার্বতী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।