আমাদের কথা খুঁজে নিন

   

আগামীকাল দক্ষিণ আফ্রিকা যাচ্ছে প্রমীলা ক্রিকেট দল

বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল ২০১২ সালে আয়ারল্যান্ড সফরের পর দ্বিতীয় বারের মতো বিদেশ সফরে যাচ্ছে।

আগামীকাল সোমবার সকাল নয়টা ২০ মিনিটে দেশ ছাড়বে সালমা খাতুনের দল। তার আগে রবিবার বিকেলে দক্ষিণ আফ্রিকাগামী ২০ সদস্যের দলটি  মিরপুরে ফটোসেশনে অংশ নেয়।

ফটোসেশন শেষে প্রমীলা দলের অধিনায়ক সালমা বলেন, এটা আমাদের দ্বিতীয় বিদেশ সফর। আমরা মাত্রই উন্নতির দিকে হাঁটছি।

এখনই তাই ভালো কিছু বলার পরিস্থিতি আসেনি। তবে আমরা আমাদের সেরাটা দিয়েই খেলার চেষ্টা করব। আশা করছি ভালো করব। তবে দক্ষিণ আফ্রিকার কন্ডিশন ও বাউন্সি উইকেট আমাদের পথে বাধা সৃষ্টি করতে পারে। কিন্তু তারপরেও ভালো করার সর্বোচ্চ চেষ্টাটাই করব আমরা।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় প্রমীলা ক্রিকেট দল তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। টি-টোয়েন্টি শুরু হবে ১২ সেপ্টেম্বর আর শেষ ১৫ সেপ্টেম্বরে। ওয়ানডের লড়াই চলবে ২০ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।