আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার রাজিব হত্যাকাণ্ড । কিছু মানুষের লাফালাফি এবং আমার কিছু কথা !

আমি একটা শূন্য "0" (জাস্ট এ জিরো - নাথিং এলস) - খুব ভবঘুরে উড়নচণ্ডী একজন মানুষ... উল্লেখ করার মতো ঈর্ষনীয় কোনো যোগ্যতা-ই আমার মাঝে নেই... তবুও আমি স্বপ্ন দেখি -- অনেক কিছু ভেঙে নতুন কিছু গড়া আজকে যারা রাজিব হায়দার (থাবা বাবা) কে নাস্তিক নাস্তিক বলে লাফাচ্ছেন তাঁরা কি রাজিব এর জানাজা দেখেছেন ? ১ লক্ষের ও বেশি মানুষ তার জানাজায় অংশগ্রহন করেছে । দেশের বৃহত্তম জানাজার একটি ছিল এটি । মানুষ আস্তিক বা নাস্তিক বিবেচনা করে জানাজায় অংশগ্রহন করেনি । তারা অংশগ্রহন করেছে জামাত-শিবির বিরোধী এবং শাহবাগ আন্দোলনের একজন যোদ্ধার জানাজায় । আজকে যারা রাজিব এর সমালোচনায় পঞ্চমুখ সেইসব ভদ্র মহোদয়/ মহোদয়া গণ দয়া করে বলবেন এতদিন কোথায় ছিলেন আপনারা ? তার সমালোচিত লেখা গুলো তে আপনাদের মত বিবেক বান মহান মানুষ দের কোন কমেন্ট নেই কেন ? নাকি তাকে নিয়ে সমালোচনার শ্রেষ্ঠ সময় আজ ? ধিক্কার আপনাদের প্রতি যারা আজ একজন মৃত ব্যাক্তি কে নিয়ে সমালোচনা করছেন ।

আমি তার ব্লগ দেখেছি এবং ইসলাম নিয়ে কিছু আপত্তিকর কথা ও দেখেছি । আরে ভাই উনি আমাদের ধর্ম কে নিয়ে এত উল্টাপাল্টা কথাবার্তা লিখলেন কেন তখন ই তার বিরুদ্ধে আপনারা লিখলেন না ? আমার কথা হচ্ছে তখন কেন মডারেশন প্যানেল সেইগুলিকে আপত্তিকর পোস্ট হিসেবে চিন্হিত করে মুছে দিলনা ? তার পূর্বের কিছু পোস্ট নিয়ে আজ কত মানুষ ই না কত ভাবে লাফাচ্ছেন ! তখন কেন আপনারা এর প্রতিবাদ জানান নি ? তখন কি আপনারা মুখে কলপ এঁটে রেখেছিলেন ? নাকি তখন আপনাদের কি-বোর্ড এর কালি ফুরিয়ে গিয়েছিল ? এরপর আরেক টা বিষয় লক্ষনীয় যে , কোন এক ব্লগে থাবা বাবার নাম দিয়ে লেখা ছিল যেন তার খুনের মামলা চাপা পড়ে যায় আর আমরা যেন তাকে ঘৃনা করি। হাহাহাহাহাহা ! তিনি কি জানতেন নাকি যে তাকে খুন করা হবে ? অদ্ভুত ! এইরকম একটা গাঁজাখোরি লেখা ও আজ আমাদের কে বিশ্বাস করতে হবে ? এতেই আমাদের কাছে অনেক টা পরিস্কার হয়ে যায় যে তাকে পরিকল্পনা করেই হত্যা করা হয়েছে। যারা আজ তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন তাদের উদ্দেশ্যে বলছি, ছেলেটা মূলত জামাত-শিবির এর বিরোধিতা করেছেন এবং তাদের বিরুদ্ধে কথা বলার জন্য ই হয়তো খুন হয়েছেন। আশা করি এই ব্যাপারে আপনারা কেউ দ্বিমত পোষণ করবেন না ।

সুতরাং নাস্তিকতার বিষয় টা কে নিয়ে এখন তার সমালোচনা করে কি হবে? জামাত-শিবির এর বিরুদ্ধে লেখার জন্য এবং শাহবাগ আন্দোলনে একজন যোদ্ধা হিসেবে যে তাকে আজ প্রান দিতে হল আপনারা সেই বিষয়ে গঠনমূলক সমালোচনা করুন । আজ তার খুনের রহস্য কে ভিন্নখাতে প্রবাহিত করতে, এর মূল অপরাধীদের কে আড়াল করতে এবং যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে জামাত-শিবির এর পক্ষ থেকে বিভিন্ন রকম ষড়যন্ত্র করা হচ্ছে এবং বিভিন্ন অপপ্রচার ও চালানো হচ্ছে । এইসব কুকর্ম অবশ্যই তারা করছে যারা তার খুনের সাথে জড়িত। এটা হল জামাত-শিবির এর নতুন চক্রান্ত , তারা চায় শাহবাগ আন্দোলন ভন্ডুল হয়ে যাক। আমরা ও স্পষ্ট ভাবে বলে দিতে চাই আমাদের এই আন্দোলন চলছে , এই আন্দোলন চলবে ।

শুধু জামাত-শিবির কেন , কোন অপশক্তি ই আমাদের এই আন্দোলন কে ভন্ডুল করতে পারবেনা । আমরা রাজপথে ছিলাম,আছি এবং থাকবো । জামাত-শিবির কে নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধী দের ফাঁসি না হওয়া পর্যন্ত এই রাজপথ ছাড়বো না । রাজিব তুমি এই প্রজন্মের প্রথম শহীদ মুক্তিযোদ্ধা। তোমার রক্ত আমরা বৃথা যেতে দিবোনা ।

এর প্রতিশোধ আমরা নিবোই নিবো । রাজিব তুমি বেঁচে আছো , বেঁচে থাকবে এই ১৬ কোটি বাঙ্গালীর হৃদয় এ । জয় বাংলা ! জয় বাংলা ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.