আমাদের কথা খুঁজে নিন

   

সাবাস নারী-------- নিন্দা সমালোচকদের জন্য



কুয়েতের পার্লামেন্টে হিজাব, স্কার্ফ পরিধানে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির দুই নারী মন্ত্রী রোলা দাস্তি এবং আসিল আল আভাধি। এবারই প্রথম কুয়েতের ন্যাশনাল এসেম্বলিতে ৪জন নারী মন্ত্রী নির্বাচিত হয়েছেন। পার্লামেন্টে হিজাব না পরায় শরিয়া আইন লঙ্ঘিত হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন তাদের সহকর্মীরা। এ প্রসঙ্গে রোলা দাস্তি দৈনিক টেলিগ্রাফকে বলেন, একজন নারীকে শপিং মলে অথবা কাজে যাওয়ার ক্ষেত্রে হিজাব পড়ার জন্য বাধ্য করা উচিত নয়। কারণ এটি ইরান অথবা সৌদি আরব নয়।

তারা নারীদের ওপর এরূপ ড্রেস কোড নির্ধারনের বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন। এছাড়া দেশটির সংবিধানে নারী পুরুষের চলাফেরা এবং মতামতের স্বাধীনতায় কোনো বৈষম্য আরোপ না করার বিষয়ে আহ্বান জানানো হয়। ইন্দোনেশিয়ায় ৩৭জন প্রতিযোগীর সঙ্গে লড়ে শুক্রবার ’মিস ইন্দোনেশিয়া’ খেতাব জিতেছেন রক্ষণশীল আচেহ প্রদেশের কোরি সানদিউরিভা ( ১৮ )। তবে মুসলিম অধ্যুষিত আচেহ প্রদেশের হয়ে সুন্দরী প্রতিযোগিতায় নেকাব না পড়ার জন্য সমালোচিত হয়েছেন সানদিউরিকা। দেশটির ইসলামি নেতারা তার সমালোচনা করে বলেন, নেকাব না পড়ে তিনি শরিয়া আইন লঙ্ঘন করার পাশাপাশি ইসলামি মূল্যবোধেরও অবমাননা করেছেন।

এ মন্তব্যের প্রেক্ষিতে সানদিউরিকা বিবিসিকে বলেন, সৌন্দর্যের মূলে রয়েছে চুল। তাই তিনি প্রতিযোগিতায় নেকাব পড়ার প্রয়োজন মনে করেননি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.