আমাদের কথা খুঁজে নিন

   

জনপ্রশাসনে রদবদল

ইন্টার েনট জগ েত স্বাগতম, প্র িত িট িনউজ েদশ ো জািতর কল্যাের জন্য প্রকাশ করা হ েব।

প্রশাসনে আরেক দফা রদবদল আনা হয়েছে। সোমবার সংস্থাপণ মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপণ জারি করে এসব রদবদলের আদেশ জানানো হয়। বদলিকৃত কর্মকর্তারা হলেন- সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) খিজির আহমদকে রাজউকের পরিচালক (স্টেট), রাজউকের উপ-পরিচালক (উপসচিব) মোস্তাফিজুর রহমানকে পরবর্তী পদায়নের জন্য চাকরি সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত, স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত উপসচিব ভূবন চন্দ্র বিশ্বাসকে রাজউকের উপ-পরিচালক, বিসিএস ডাক ক্যাডারের কর্মকর্তা (উপসচিব) হুমায়ুন কবিরকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপ-পরিচালক (উপসচিব), সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) আলী আকবরকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপ-পরিচালক, ঢাকা সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. সামসুুজ্জামানকে ঢাকা সিটি করপোরেশনের সচিব (উপসচিব) এবং সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) আব্দুর রবকে চঈজজচ শীর্ষক প্রকল্পের পরিচালক (উপসচিব) পদে বদলি করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) দুর্গাপদ ভট্টাচার্য, অর্থ বিভাগের কাউন্টার পার্ট অফিসার সৈয়দ আবু আসাদ, সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) বেগম আকতার জাহান, সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মীর সুরাইয়া আরজু এবং সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) অসীম কুমার দেকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক (উপসচিব) পদে নিয়োগ করা হয়েছে। এছাড়া অবসরপ্রাপ্ত যুগ্মসচিব আব্দুল মালেক মিয়াকে বিআইডাব্লিউটিএ-এর চেয়ারম্যান পদে ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। চট্টগ্রাম মেরিন একাডেমির অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সাজিদ হোসেনকে মেরিন একাডেমির কমান্ডেন্ট পদে ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। গণপূর্ত অধিদফতরের অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী রেজাউল করিমকে গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য (পরিকল্পনা, নকশা ও বিশেষ প্রকল্প) পদে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।