দফতর পরিবর্তন করা হয়েছে ইসমাত আরা সাদেকের। তিনি এখন দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। শপথ নেওয়ার তিন দিনের মাথায় গতকাল সরকারের এক তথ্যবিবরণীতে তার নতুন দায়িত্বের কথা জানানো হয়।
গত ১২ জানুয়ারি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ওই দিন সন্ধ্যায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দফতর বণ্টন করা হলে ইসমাত আরাকে দেওয়া হয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। এখন প্রতিমন্ত্রী কাজ করবেন সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে।
প্রসঙ্গত, যশোর-৬ (কেশবপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসমাত আরা সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এএইচএসকে সাদেকের স্ত্রী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।