আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগারের মৃত্যুঃ স্মরণসভা করা যায় কি?

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

(পোস্টেরও মৃত্যু ঘটে গেলো। কিছু না জানিয়ে। কোথায় গেলো খুঁজে পেলাম না। ) মাহবুব মতিন ভাই হারিয়ে গেলেন। এর আগে গেলেন মুহাম্মদ জুবায়ের ভাই।

দুজনের ব্লগেই রয়েছে মন্তব্য - প্রতিউত্তর। কিন্তু এখন তাদের ব্লগ নীরব - নিথর। শ্রদ্ধাঞ্জলী নিবেদিত হয়। নিজের ব্লগটাকে মুছে ফেলতে বলবো মরে গেলে। এমন কোন বয়স হয় নি তাদের, তারপরেও মরে গেলেন।

মৃত্যু এখন বয়স মেপে আসে না, মৃত্যু মেপে চলে বয়স। আমি মরে গেলে আমার ব্লগে কারো মন্তব্য চাই না। মতিন ভাই আর জুবায়ের ভাইয়ের ব্লগ দেখলে কষ্ট লাগে। তাদের কোন উত্তর দেখি না। আমার ব্লগে মন্তব্য করবে সবাই - আর আমি তা দেখতে পাবো না, এটা হতে দেয়া যায় না।

মাহবুব ভাইকে উদ্দেশ্য করে ব্লগারদের একটা স্মরণসভা করা যায় না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.