নোটিশবোর্ড
প্রিয় ব্লগার,
গত এক দেড় মাসে আপনাদের আন্তরিক সহযোগিতা আর আমাদের আপ্রাণ প্রচেষ্টায় বাঁধ ভাঙ্গার আওয়াজ বাংলা ব্লগের পরিবেশ লক্ষ্যণীয় প্রাণবন্ত আর সুস্থ্য হয়েছে । আমরা অসংখ্য নতুন ব্লগার পেয়েছি, আমাদের ব্লগপাতা সবচেয়ে বেশি প্রদর্শিত হয়েছে এবং আমরা অনেক ভালো ভালো লেখাও পেয়েছি । আমরা আনন্দিত যে ব্লগ সদস্যরা বাঁধ ভাঙ্গার আওয়াজকে আপন করে নিয়েছেন এবং এর মডারেশন কার্যক্রমকে সহযোগিতা দিয়েছেন ।
বাঁধ ভাঙ্গার আওয়াজের একটি সুনির্দিষ্ট ও সুস্পষ্ট নীতিমালা আছে যা আমাদের সংস্কৃতি, মেধা মনন, সুরুচিপূর্ণ ও গঠনশীল চিন্তা চেতনারই পক্ষে এবং এর ব্যতিক্রম পরিস্থিতির সৃষ্টিকারী লেখা, মন্তব্য বা ছবির কারণে প্রথম পাতা/ব্লগ থেকে স্থায়ী বা অস্থায়ীভাবে সরিয়ে দেবার মত পদক্ষেপ নেয়ায় আমরা দৃঢ় ।
মডারেশনের ক্ষেত্রেও অবশ্যই এ বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে বিবেচনা করি ।
এখানে ব্যক্তি, দল বা বিশেষ পরিচিতির কোন সুযোগ নেই কখনই ।
কোন ব্লগারকে স্থায়ী বা সাময়িকভাবে ব্যান করার পর একটি নির্দিষ্ট সময়ের পর তার অনুরোধ আমরা বিবেচনা করি । এক্ষেত্রে আমাদের নীতিমালার আওতাভূক্ত/জনপ্রিয় এবং শক্তিশালী ব্লগারদের আমরা পুনরায় ফিরিয়ে আনতে চাই ।
এক্ষেত্রে কারও দ্বিমত/অভিযোগ থাকতেই পারে এবং তা প্রকাশ করার স্বাধীনতাও সবার রয়েছে । এখানে কোনভাবেই হার-জিতের মত হালকা বিষয় নেই এবং তা গ্রহণযোগ্যও নয় ।
আপনার অভিযোগ/অনুযোগ এবং মতামত "কোন সমস্যা"য় লিখে জানান । এ বিষয়ে যে কোন অভিযোগ/আপত্তিকর পোস্ট আমরা প্রথম পাতা থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি ।
বাঁধ ভাঙ্গার আওয়াজে আপনাদের ব্লগিং আরও আনন্দদায়ক হোক ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।