₩℮ℓ¢☻₥℮ Ŧ◙ ღẙ Ħє†† ☠
আমি কখনই মনে করিনা ইসলাম সম্পর্কে প্রশ্ন করা বা কোন কিছু জানতে চাওয়াটা পাপ বা অন্যায়। কারন ইসলামে কোন কিছুই অযুক্তিক কিংবা কাল্পনিক না। ইসলাম সত্য ন্যয় এবং সুন্দরের উপর প্রতিষ্ঠিত এটা সব সময় বলা হয় এবং এটাই সত্য।
সৈকত চৌধুরীর তার ব্লগ টিতে ইসলাম সম্পর্কে একটি প্রশ্ন করেছে। বলব না তার প্রশ্নটি সাধারন একটি প্রশ্ন ছিল বরং সেটি ছিল ইসলামের সত্যতা নিয়ে।
তাই বলে ইসলাম নিয়ে এধরনের কোন প্রাশ্ন করা যাবেনা এরকম কথা নিশ্চয় ইসলামে কোথাও বলা নাই।
তার পরেও ধরে নিলাম সে মহানবি সম্পর্কে প্রশ্ন করে নিজে কে পাপি করেছে কিংবা ধর্মত্ব হারিয়েছে কিন্তু আপনারা তাকে জঘন্য ভাসায় গালি গালাজ করে কি ইসলামিক কাজটা করছেন শুনি? আপনি যদি এতই ইসলাম দরদি হন, ধার্মিক হন তাহলে তার প্রশ্নের উত্তর দিন কিংবা তাকে যুক্তি দিয়ে বোঝান। যদি এটা করেন তাহলে আপনি ইসলামের জন্য ভাল করবেন এবং অবশ্যই পূন্য অর্জন করবেন। নাকি নিজের কোন ইসলামিক নলেজ নাই বলে গায়ের জোরে গালিগালাজ করে তাকে এখান থেকে সরাতে হবে?
এভাবে গালিগালাজ করে মনে করছেন ইসলামের খুউব ভাল করেছেন, অনেক পূন্য কামালেন?
আর তাকে ব্যান করে ইসলামের কি উপকারটা হবে? না কি ইসলামে এরকম কোন বিধান আছে যে ইসলাম নিয়ে প্রশ্ন করলে তাকে সেখান থেকে গায়ের জোরে সরিয়ে দিতে হবে?
এখন সে যদিবলে ইসলাম কোন যুক্তি মানেনা, মানুষকে উগ্র হতে শেখায়, গালিগালাজ করতে শেখায়, তাহলে কি উত্তর দিবেন?
অন্যদিকে সৈকত চৌধুরীর তার ব্লগে বিভিন্ন অশালিন গালিগালাজ পূর্ন কমেন্টের উত্তর দিয়েছে শালিন ভাষাতে।
আমি বলি, এই আপনাদের মত লোকেদের জন্য বিশ্বে আজ ইসলামের ভাব-মূর্তি ক্ষূন্য হচ্ছে, ইসলামের গৌরবজ্জল ঐতিয্য নষ্ট হতে বসেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।