আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগারের ছুরিকাঘাত আর কিছু ব্লগারের উল্লাস

কিছুনা লিচু খাই প্রশ্নঃ আসিফ মহিউদ্দিন কে??? উত্তরঃ একজন ব্লগার এবং অনলাইন এক্টিভিষ্ট। সে মোটেও কোনো ভাল ব্লগার না, লেখা চুরির অভিযোগ আছে বেশ শক্ত প্রমানসহ । প্রচন্ড আপত্তিকর ভাষায় ধর্ম বিদ্বেষী পোষ্ট একের পর এক দিয়ে আলোচনায় নিজেকে নিয়ে আসার অনেক চেষ্টা করেছে প্রশ্নঃ তাহলে এতো নাম ডাক কেন?? উত্তরঃ সে মুলত আলোচনায় আসে তাকে একবার ডিবি পুলিশ গ্রেপ্তার করে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সাধারন ছাত্রদের সাথে আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলো বলে। আমার জানামতে প্রথম কাউকে ব্লগে লেখার কারনে গ্রেপ্তার করা হয়। এরপর সে আকাশচুম্বি জনপ্রিয়তা পায়, যার পরে সে নিজেও নিজেকে অনেক জনপ্রিয় ভাবতে শুরু করে।

প্রশ্নঃ অনেক ব্লগারি কেনো এই হামলা নিয়া হাসি ঠাট্রা করতেছে?? উত্তরঃ তার সাথে কিছু ব্লগারের ব্যক্তিগত ঝামেলা আছে। তো এই ছুরিকাঘাতে আহত হইয়া সে আগের চেয়েও জনপ্রিয়তা পাইতে পারে এই ভয়ে সেইসকল ব্লগাররা কাপতেছে। কিছুতেই যাতে আসিফ ছুরির আঘাত খাইয়া তাদের চেয়ে জনপ্রিয় না হয় এটা করতে তারা ল্যাংটা হইয়া নাচতেও রাজি। প্রশ্নঃ তার ছুরিকাঘাত কি জনপ্রিয়তা পাওয়ার কোনো নাটক?/ নাকি নিছক ছিনতাই ঘটনা??? উত্তরঃ সে অনেক জনপ্রিয়তা প্রিয় হলেও যেভাবে আঘাতপ্রাপ্ত হইছে এখন আর কোনোভাবেই নাটক বলা যায়না। তার সাথে থাকা মোবাইল মানিব্যাগ কিছুই খোয়া যায়নি।

তাতে বুঝাই যায় যে তাকে আঘাত করতেই বা হত্যা করতেই এই হামলা। অনেকেই তাকে দেখতে মেডিকেলে গেছে ডাক্তারের সাথে কথা বলছে, সো নাটক ছিনতাই বলার কোনো উপয়াই আর নাই। প্রশ্নঃ প্রতিদিন কতো মানুষ রোড এক্সিডেন্টে মারা যায়, আগুন পুড়ে তাদের নিয়া কিছু বলার নাই । আর কোথাকার কোন ব্লগার আহত তা নিয়া চিল্লাচিল্লি কেন করস ভোদাই?? উত্তরঃ কারন একটাই এবং তা পরিষ্কার যে লেখালেখির কারনেই তার উপর হামলা হইছে। লেখালেখির কারনে কারো উপর হামলা হলে এবং এইটা এখনি রুখে না দাড়ালে আরো অনেক হবে।

কেউ একটা পোষ্ট করলো, পোষ্ট আমার পছন্দ না হলে চাপাতি নিয়ে তার বাসায় গিয়ে তাকে কুপিয়ে আসলাম, এরকম হইলে কেমনে হবে??? প্রশ্নঃ ধর্ম নিয়া লিখলে এভাবেইতো মারা উচিত তাই না??? উত্তরঃ ক্ষানকি মাগির ছেলে অফ যাহ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.