আমাদের কথা খুঁজে নিন

   

থাবা বাবার নির্মম মৃত্যুতে যা ভাবছি

তুমি যে আছ তাই,আমি ব্লগে লিখে যাই...... ১.অনলাইনে ঘুরাঘুরির শুরুর দিকের কথা। কেন জানি মনে হত,বাংলাদেশী অনলাইন জগতটা শুধু নাস্তিকতা-আস্তিকতা নিয়ে যুক্তি-তর্কের জায়গা। কয়েকদিন যেতেই এইসব জায়গায় যাওয়া বন্ধ করে দিতে হল। কারণ,আর কিছুই না-নিজের জ্ঞানের সীমাবদ্ধতা!সবারটাই ঠিক মনে হয়। নিজের বিশ্বাসের জায়গায় আঘাত লাগার যোগাড়!তাছাড়া এই সব যুক্তি তর্কে উভয় পক্ষের সহনশীলতার যথেষ্ট অভাব থাকে।

হয়তো আলাপ কিছুদুর এগুবার পর গালিগালাজ-ব্যক্তিগত আক্রমণ শুরু হয়। এর মধ্যে নাস্তিক পক্ষ নিজেদের মুক্তমনা ও প্রগতিশীল কিংবা মৌলবাদ-সাম্প্রদায়িকতা বিরোধী বলে দাবি করলেও এদের মধ্যে পরমতের প্রতি শ্রদ্ধার ব্যাপারটা নেই বললেই চলে। এদের অধিকাংশই শুধু বিরোধিতার খাতিরে তর্ক করে। মৌলবাদ ও ধর্মকে এক কাতারে দাঁড় করিয়ে নির্বিচারে কুৎসিত আক্রমণ করে। অথচ এই ফেসবুকেই আমার অনেক বন্ধু আছেন যারা কিনা ধর্মে বিশ্বাসী হলেও মৌলবাদ কিংবা প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে খড়গহস্ত।

এতে করে তাদের বিশ্বাসের জায়গায় কোন ঘাটতি হয়েছে বলে মনে হয় না। ২.কখনো সখনো টিকার মারফত কিংবা কোন বন্ধুর স্ট্যাটাসের সূত্রে 'থাবা বাবা'র মন্তব্য দেখার সুযোগ হয়েছে। পরবর্তীতে তার ওয়ালে কিংবা ব্লগে যেসব লেখালেখি দেখছি সেগুলো সত্যিই এতটা কুরুচিপূর্ণ যে দ্বিতীয়বার আর চোখ বুলাতে ইচ্ছা করে না। অবশ্য তার সাথে আমার একটা জায়গাতেই মতের মিল ছিল সেটা হচ্ছে জামাত-শিবিরের বিরোধিতা। কিন্তু তাই বলে হত্যা?এ কোন অবার্চীন?যদিও সবার আঙ্গুল জায়গা বরাবর কিন্তু আমি নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে চাই না।

শাহবাগ আন্দোলনে যুক্ত হওয়ার কারণে যদি হয় এই নির্মম পরিণতি, তাহলে সামনে সমূহ বিপদ অপেক্ষা করছে বলেই মনে হয়। কারণ,থাবা বাবার চাইতেও অনেক গুণ বেশি শক্তিশালী ব্লগার এই আন্দোলনের সাথে যুক্ত আছেন। এদের যে কারো উপর এহেন আক্রমণ মানে আমাদের সকলের চিন্তা ও ন্যায়-বিবেকের উপর আক্রমণ। আর,যদি তার বিশ্বাস কিংবা দর্শনের উপর লেখালেখির কারণে এই আক্রমণ হয় তবে সেখানেও আশংকার কারণ আছে। প্রতি সরকারের আমলেই 'দেশে বাক স্বাধীনতা নেই' বলে চিৎকার-চেঁচামেচি করা লোকের অভাব হয় না।

তার উপর এমন ভিন্নমতালম্বী কারো উপর আক্রমণ মানে দেশের ইমেজ চ্যালেঞ্জের মুখে পড়া। বাংলাদেশি মিডিয়ায় মতপ্রকাশের স্বাধীনতা নেই-এমন হুজুগ সারা দুনিয়াব্যাপী ছড়িয়ে দেওয়া এজেন্টের অভাব আছে বলে মনে হয় না। আসিফ মহিউদ্দিনের উপর আক্রমণের পরেও সেই হামলার প্রতিবাদ করেছি এবং বলেছি মজলুমের প্রতি সহমর্মিতা আমি আমার ধর্ম থেকেই শিখেছি। আজও একই কথা বলি। ১৮০ ডিগ্রি মতপার্থক্য থাকলেও একজন সহব্লগার হিসেবে তার হত্যার বিচার দাবি করি।

৩.আজ বাদ আসর শাহবাগে ব্লগার রাজিবের জানাজা হবে বলে খবরে প্রকাশ। ধারণা করছি কম-বেশি হাজার পঞ্চাশেক মানুষ এই জানাজায় অংশ নিবেন। অনেক মুমিন বান্দার জানাজাতেও হয়তো এত মানুষ হয় না। কে জানে,এইটাও হয়তো অন্তর্যামীর বিচিত্র ইচ্ছা। পরম করুনাময় আল্লাহর কাছে প্রার্থনা করি,আল্লাহ যেন তার জীবদ্দশার সব ধৃষ্টতা ক্ষমা করে দেন এবং এমন অন্য অনেককে সঠিক পথে ফিরিয়ে আনেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।