আমাদের কথা খুঁজে নিন

   

থাবা বাবাকে সহস্র সালাম । তবে .....

স্বাগতম আমার নষ্ট করা কাগজের ভীড়ে ।  আমি ব্লগিং ট্লগিং এত একটা করি না ,কিন্তু পড়া হয় । তাই যখনি কারো আক্রান্ত কিংবা মারা যাওয়ার কথা শুনি তখন খারাপ লাগে । কয়দিন আগে যুবায়ের ভাই মারা যাওয়ার পর কাল রাতে খুন হল থাবা বাবা সাহেব । খবরটা যখন পেলাম তখুনি সাথে সাথে ব্যাথিত হয়েছি ।

শাহবাগে আন্দোলনে তার ভূমিকার কারনে তাকে সালাম এবং শ্রদ্ধা জানাতেই হবে । এবার আরো কিছু জিনিস ব্যাখা করা যাক । ১। খুন করার সার্টিফিকেট কাউকেই দেয়া যায় না । আইনও নিজের হাতে তুলে নেয়া জায়েজ হতে পারে না ।

তাই থাবা বাবার খুন করে কেউ একদম বিশেষ পূন্যি হাসিল করে ফেলেছে এমনটা চিন্তা করতে কিংবা মানতে আমি নারাজ । পূন্যি হাসিলের আরো উপায় আছে ,ঐগুলো গিয়ে করো । খুন করতে হবে কেন ? ২। থাবা বাবা একজন নাস্তিক লোক । কেবল নাস্তিক নয় ,বিশেষ ক্যাটাগরির নাস্তিক ।

তার বিদ্বেষ ঈশ্বরের জন্যে ছিলনা বরং ইসলামের জন্যেই ছিল । কথা হচ্ছে কেন তার নাস্তিক পরিচয়টা বড় করে সামনে আসবে ? আমি মনে করি আসা উচিত । এতে ফায়দা আছে দুইটা - ːপ্রথমত ,তার নাস্তিক পরিচয় সামনে আনার কারনে অনেক মুসলিম যারা কিনা তার জানাজায় অংশ নিয়ে পাপ হাসিল করতো তাদেরকে বাচাঁনো গেল । ːদ্বিতীয়ত ,শাহবাগ আন্দোলন এবং রাজাকারের ফাসিঁর দাবিতে আন্দোলন যদি দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয় তবে যা দেখা যাচ্ছে থাবা বাবাকে শহীদের মর্যাদা দিয়ে দেয়া হবে । আমি মনে করি শহীদ শব্দটাকে আর না পচাঁইলেই ভালো হয় ।

৩। যেহেতু একজন নাস্তিকের জানাজা পড়ানোরই চরম বিরোধি আমি । সুতরাং শাহবাগে যদি থাবা বাবার জানাজা পড়ানো হয় তবে অনেক আস্তিকের সমর্থন হারাবে এই আন্দোলন । কারন এমনিতেই ধর্মভিত্তিক রাজনিতী নিষিদ্ধের প্রশ্নে এই আন্দোলন বিতর্কিত । ৪।

শিবিরই থাবা বাবাকে হত্যা করেছে । এত তাড়াতাড়ি এই কথা বলা উচিত হবে না । যে কেউই তাকে হত্যা করতে পারে । কোন ক্ষুব্ধ নাস্তিক কিংবা তার কোন ব্যাক্তিগত শত্রু । শিবিরের এক তরফা দোষ দিয়ে প্রকৃত খুনিদের (শিবিরও হতে পারে ।

) আড়াল করার কোন মানে হয় না । আর যখন জামাত শিবির চরম ইমেজ সংকটে আছে তখন তারা আবার এরকম কিছু করে নিজেদের বিপদে ফেলবে বলে মনে হয় না । যাই হোক ,কথা হল গিয়ে খুন যেই করুক তার যাতে বিচার হয় এটাই কামনা । কেউ যাতে অকারনে দুষ্ট কিংবা কেউ যাতে অকারনে শিষ্ট সাজার সুযোগ না পায় । Rest in hell থাবা বাবা ।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।