আমাদের কথা খুঁজে নিন

   

দুঃখ দহনে দগ্ধ এক যুবকের হৃদয় কথন..

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
আকাশের ঐ চাঁদের দিখে যখন তাকাই মনে পড়ে যায় অনেক কিছু কিছু পুরোনো কথা কিছু স্মৃতি ভিতরটায় কেমন যেন নাড়া দিয়ে ওঠে.. জোৎস্নার আলোয় ভিজে ভিজে কত রাত কত সময় কাটিয়েছি দুজন পাশাপাশি তার কি কোন হিসেব আমরা করেছি কখনও..? না, কখনো তা করিনি.. কারণ কে জানত এমন হবে.. এমনি করে দুজনকে থাকতে হবে পৃথিবীর দুই মেরুতে দুজন দুজনার থেকে আলাদা হব এমনটাতো কখনও কল্পানাতেও আসেনি আমাদের.. অথচ এখন দেখ কেমন কতটা দূরে অবস্থান আমাদের মাটি যেমন ঐ আকাশের নাগাল কখনও পায় না তেমনি আমিও আর কখনও তোমার নাগাল পাব না এটাই এখন চরম বাস্তব সত্য.. কিন্তু জানো কবিতা এই ধ্রুব সত্যটিকে এখনও আমার মন পুরোপুরি মেনে নিতে পারেনি.. এখনও আমার মনে হয় তুমি আমারই আছ আর আমারই থাকবে চিরকাল চিরজনম জানিনা কেন এমন হয় এখনও মাঝে মাঝে ঘুমের ঘোরে তোমাকে ডাকি আমি তোমাকে খুঁজে ফিরি সমস্ত স্বপ্ন জুড়ে.. কিন্তু পাই না পাই না কোথাও তোমায়.. না পাওয়ার বেদনায় ঘুমের ঘোরে কতদিন ডুকরে কেঁদেছি জানিনা জানি ভাল আছ তুমি.. দোয়া করি ভাল থেক...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.