ব্লগার রাজিব নামটি এখন অনলাইন/অফলাইন সবখানেই পরিচিত। কিন্তু পূর্ব থেকেই পরিচিত ছিলেন অনলাইন দুনিয়ায়। এবং আমার ধারণা তিনি্ ইসলাম ধর্মে বিশ্বাসী ছিলেন না। কথা হল যে, যেহেতু তিনি নাস্তিক ছিলেন এবং ইসলাম ধর্মের রীতিনীতি তার পছন্দ ছিল না, যা তার ব্লগপোস্ট সমূহ পড়লে জানতে পারবেন। সেহেতু জানাযা পড়ানোর মাধ্যমে তার বিদেহী আত্মাকে কি কষ্ট দেয়া হবে না ? অতপর কবর বা মাটি চাপা দেয়া তো রয়েছেই। এক্ষেত্রে যদি কেউ আমার কাছে প্রশ্ন রাখেন, তাহলে তার কিভাবে অন্ত্যষ্টিক্রিয়া সম্পাদন করা উচিত বলে আমি মনে করি, তাহলে আমি একটি কথা বলতে পারি, আমেরিকার নাস্তিক/অধার্মিকদের মধ্যে একটি পদ্ধতি জনপ্রিয়। তা হল পুড়িয়ে দেহাবশেষ অথবা সম্পূর্ণ দেহ সাগরে ভাসিয়ে দেয়া। এবং আপনি কি মনে করেন এই বিষয়টিতে ??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।