আমাদের কথা খুঁজে নিন

   

কালো ব্যাজ নাকি শয়তানী লেবাস?...

দেবতার দেবতা আমি মানুষ.. কালো মুখোশ(কালো ব্যাজ)এক টুকরো কালো কাপড় বুকে ধারণ করে তারা কি আড়াল করতে চায়?বিপ্লবে সংহতিতে শোকের কোনো বেইল নেই। শোক পরিণত করতে হবে শক্তিতে কালো ব্যাজ পরে শয়তানী লেবাসে নয়... আজ মানুষের বিরুদ্ধে মানুষ নয় পিশাচের বিরুদ্ধে মানুষের লড়াই হোক। কালো ব্যাজ ধারণ করা মানে পিশাচের বেশ ধারণ করা!কালো মৃত্যুর রং,অন্ধকারের রং,ধর্মান্ধতার রং। এই পবিত্র আন্দোলনে কালোর কোনো ঠাই যেন না হয়! আমরা শোকাহত নই। যোদ্ধারা শোকাহত হয়না!একেকটি মৃত্যু মানে যুদ্ধকে আরেক ধাপ এগিয়ে দেয়া।

বিজয়ের পথ আরো সহজ করে দেয়া। সেখানে কালো ব্যাজ এর ভং ধরে তারা কি আড়াল করতে চায়? সুতরাং সবার প্রতি অনুরোধ এইসব আবাল মার্কা বেশ ধারণ বাদ দেন!বেশ ধরে আন্দোলন হয়না। আজ বাসন্তী তো কাল লাল আবার পরশু কালো!ভাব বাদ দেন!স্টেজে বা স্টেজের পেছনে না মাঠে সক্রিয় হোন.. চোদা খাইবোনা চাইবো গর্ভধারণ এই নীতিতে আন্দোলন চলেনা। মাঠে নাইমা পাছা চুল্‌কাইলে শুধু গোল ই খাইবেন। এখন সময় আসছে, সামনে ফুটবল,শট দেন।

জোর কদমে লাত্থি মারেন। যেখানে পাইবেন সেখানেই গোল। জয় বাংলা... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.