আমাদের কথা খুঁজে নিন

   

চ্যাম্পিয়ন্স লিগের পর্দা উঠছে আজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এলিট ক্লাব হিসেবে ম্যানইউ এবং এসি মিলানের নাম রিয়াল মাদ্রিদের সঙ্গেই উচ্চারিত হয়। কিন্তু এলিট শ্রেণীতে গত কয়েক মৌসুমে বড় ধরনের পরিবর্তন এসেছে। চলতি মৌসুমে হয়ত গ্রুপ পর্ব শেষেই একটা নতুন শ্রেণী দাঁড়িয়ে যাবে পুরনো অভিজাতদের মর্যাদা নিয়ে! এমন সম্ভাবনা সৃষ্টি করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ, নেপোলি, বুরুসিয়া ডর্টমুন্ড এবং প্যারিস সেইন্ট জার্মেইনের মতো ক্লাব। এই সম্ভাবনা নিয়েই আজ থেকে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম। গ্রুপ পর্বে আজ বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ছাড়াও মাঠে নামছে ফেবারিট রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ম্যানইউ এবং ম্যানসিটি।

পেপ গার্ডিওলার সামনে বড় একটা চ্যালেঞ্জ। হেইঙ্কেস চ্যাম্পিয়ন্স লিগ এনে দেওয়ার পরও তাকে বাদ দিয়ে গার্ডিওলাকে বেছে নিয়েছিল বায়ার্ন মিউনিখ। সেই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার গরজটা ভালোভাবেই অনুভব করছেন গার্ডিওলা। আজ বায়ার্ন মিউনিখ অ্যালাইঞ্জ এরিনাতে মুখোমুখি হচ্ছে সিএসকেএ মস্কোর। ডি গ্রুপে ফেবারিট বায়ার্ন মিউনিখই।

এই গ্রুপের অপর দুটি দল ম্যানসিটি এবং ভিক্টোরিয়া প্লাজেন। ফেবারিট রিয়াল মাদ্রিদও আজ মাঠে নামছে। বি গ্রুপে লস ব্ল্যাঙ্কোসরা তুর্কি ক্লাব গ্যালাটাসারির মুখোমুখি হবে অ্যাওয়ে ম্যাচে। গত মৌসুমে গ্যালাটাসারির মাঠে ৩-২ গোলে হেরেছিলেন রোনালাদোরা। প্রতিশোধ নেওয়ার একটা ইচ্ছে রিয়ালের নিশ্চয়ই রয়েছে।

তাছাড়া বেলে-রোনালদো জুটিও তো ভালোই করছেন! বি গ্রুপে কোপেনহেগের অতিথি আজ জুভেন্টাস।

এদিকে এ গ্রুপে ম্যানইউ ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে নামছে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের বিপক্ষে। ম্যানইউর কোচ হিসেবে ডেভিড ময়েসের চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক হচ্ছে। ফার্গুসনের উত্তরসূরি কি ম্যানইউর আভিজাত্য ধরে রাখতে পারবেন? এমন প্রশ্ন ভক্তদের মনে ইতোমধ্যেই ঘুরপাক খেতে শুরু করেছে। এ গ্রুপের অপর খেলায় স্প্যানিশ ক্লাব রিয়াল সুসিদাদের মুখোমুখি হচ্ছে ইউক্রেনের শাখতার ডনেতস্ক।

এছাড়া আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আজ। সি গ্রুপে পর্তুগিজ ক্লাব বেনফিকা খেলবে বেলজিয়ান ক্লাব এন্ডারলেক্টের বিপক্ষে এবং ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন মুখোমুখি হবে গ্রিক ক্লাব অলিম্পিয়াকসের। চ্যাম্পিয়ন্স লিগে এবারে সবচেয়ে কঠিন গ্রুপ কোনোটা বলা মুশকিল। বার্সেলোনা এবার এইচ গ্রুপে মুখোমুখি হবে এসি মিলান, আয়াঙ্ এবং সেলটিকের। এই গ্রুপটা তুলনামূলক কঠিনই।

এখানে বার্সেলোনা এবং এসি মিলান ফেবারিট হলেও আয়াঙ্ ও সেলটিকও কম শক্তিশালী নয়। এফ গ্রুপে আর্সেনাল, বুরুসিয়া ডর্টমুন্ড, নেপোলি এবং মার্সেই মুখোমুখি হচ্ছে। তুলনামূলকভাবে এই গ্রুপটাও কঠিনই হয়েছে। ফেবারিটদের মধ্যে বার্সেলোনা, এসি মিলান, আর্সেনাল, চেলসি এবং বুরুসিয়া ডর্টমুন্ড আগামীকাল থেকে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামবে।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.