আইপিএলের পর চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির শিরোপাও জিতে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
গতকাল রবিবার ফাইনালে তারা ৩৩ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে।
জীবনের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে দ্রাবিড়ের ব্যাট থেকে এসেছে মাত্র এক রান। আর চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি শেষে টেস্ট ছাড়া অন্য কিছু না খেলার ঘোষণা দিয়ে রাখা টেন্ডুলকার করেছেন ১৫ রান।
দিলি্লর ফিরোজ শাহ কোটলায় টস হেরে ব্যাট করতে নামা মুম্বাই ৬ উইকেটে ২০২ রান করে।
কেউ অর্ধশতক না করলেও আইপিএল চ্যাম্পিয়নদের ভালো সংগ্রহ এনে দেন ডোয়াইন স্মিথ (৩৯ বলে ৪৪), গে্লন ম্যাক্সওয়েল (১৪ বলে ৩৭), অধিনায়ক রোহিত শর্মা (১৪ বলে ৩৩) ও আম্বাতি রাইডু (২৪ বলে ২৯)।
জবাব দিতে নেমে রাজস্থানকে আজিঙ্কা রাহানে (৬৫) ও সঞ্জু স্যামসনের (৬০) ১০৯ রানের দ্বিতীয় উইকেট জুটি জয়ের স্বপ্ন দেখাচ্ছিল।
কিন্তু দ্বাদশ ওভারে এক উইকেটে ১১৭ রানের ভালো অবস্থান থেকে পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৮ ওভার ৫ বলে ১৬৯ রানে অলআউট হয়ে যায় দ্রাবিড়ের দল।
উলে্লখ্য,৩২ রানে ৪ রানে উইকেট নিয়ে ম্যাচসেরা অফস্পিনার হরভজন সিং।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।